মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৩:২৭

কচুয়ায় যুবদলের কর্মীসভা ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

আলমগীর তালুকদার
কচুয়ায় যুবদলের কর্মীসভা ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

কচুয়ার কাদলা ইউনিয়ন যুবদলের কর্মীসভা, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই ২০২৫) কাদলা ইউনিয়ন যুবদলের আয়োজনে নুরুল আজাদ কলেজ মিলনায়তনে ইউনিয়নের সকল ওয়ার্ডের কর্মীদের অংশগ্রহণে আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মজুমদার। কাদলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আ. হক তফাদারের সভাপতিত্বে ও সদস্য সচিব এমদাদুল হক মলিনের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, সদস্য সচিব অ্যাড. মাসুদ প্রধানিয়া, যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ স্বপন, অ্যাড. বোরহান উদ্দিন, ইসমাইল হোসেন, শরীফ মজুমদার, কাউছার আহমেদ, সেলিম মাসুদ প্রধান, হান্নান প্রধান, সদস্য আ. রাজ্জাক ‍ভূঁইয়া, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন মেহেদী, যুগ্ম আহ্বায়ক আবুল হাছানাত, ইয়াছিন মিয়া, যুবদল নেতা ফারুক পাটওয়ারী, আবদুল্লাহ আল নোমানি, ওয়ার্ড সভাপতি শাহপরান, আবু তাহের গাজী, সহ-সভাপতি আবু সাইদ চৌধুরী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলআমিন, যুগ্ম আহ্বায়ক শরীফ হোসেন প্রমুখ।

সভায় উপজেলা যুবদলের সদস্য গাজী মিয়া, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাকসুদ মিয়াজী, ওয়ার্ড সভাপতি ফারুক হোসেন, ইমান হোসেন, মামুন বেপারী, জাহাঙ্গীর তালুকদার, ইলিয়াছ, সাধারণ সম্পাদক মানিক হোসেন, সাইফুল প্রধান, জহিরুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তাগণ আগামী সংসদ নির্বাচন উপলক্ষে সকল অসমাপ্ত ওয়ার্ড কমিটি গঠন করে দলকে সুসংগঠিত করে নির্বাচনের জন্যে প্রস্তুতি গ্রহণ ও বিএনপির নির্দেশ মোতাবেক কাজ করার আহ্বান জানান। সভাশেষে যুবদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসের প্রতিবাদে উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মজুমদারের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তাগণ বলেন, বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে যারা এ ধরনের বক্তব্য প্রদান করছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়