রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে কচুক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ২৩:০৩

বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর পৌর কমিটি পুনর্গঠন ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর পৌর কমিটি পুনর্গঠন ও আলোচনা সভা

বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর পৌর কমিটি পুনর্গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই ২০২৫) বাদ জোহর চাঁদপুর শহরের ষোলঘর মাদ্রাসা মিলনায়তনে এ আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মুফতি নূরে আলম ও বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা সভাপতি মাওলানা তারেক হাসান। সভায় উপস্থিত সকলের পরামর্শ এবং প্রস্তাবনার ভিত্তিতে মাওলানা আব্দুল হান্নানকে সভাপতি এবং মাওলানা নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে চাঁদপুর পৌর শাখার ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন বলেন, ১৬ বছরের দুঃশাসন-নির্যাতন-নিপীড়ন সহ্য করে এদেশের ছাত্র-জনতা জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছে। ‌এজন্যে শত শত ছাত্র-জনতা শহীদ হয়েছে। অথচ এরপরেও দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, মানুষ খুন বন্ধ হয়নি। স্বৈরাচার আওয়ামী লীগের নির্মম পতন দেখেও অন্যায়কারীদের হুঁশ হয়নি। নতুন বাংলাদেশেও মানুষ জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এর থেকে উত্তরণে ইসলামী শাসনব্যবস্থা তথা খেলাফত কায়েমের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানুষ অপরাজনীতির শিকার হচ্ছে। যারা এই ক্ষমতা পেয়েছে তারাই স্বৈরাচার হয়ে উঠেছে। এজন্যে খেলাফত ব্যবস্থা কায়েম করতে হবে। ‌খেলাফতের দাওয়াত এদেশের প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাওলানা মামুনুল হকের নেতৃত্বে রিক্সা প্রতীক নিয়ে যে প্রার্থী আমাদের সামনে আসবে, তার জন্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আসুন আমরা সবাই মিলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় বাংলাদেশ খেলাফত মজলিসের ছায়াতলে এসে ঐক্যবদ্ধভাবে কাজ করি।

মতবিনিময় সভায় বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর পৌর শাখার প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর পৌর শাখার নবগঠিত কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন : সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা লকিতুল্লাহ, সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, মুফতি নুরুল ইসলাম, হাফেজ হেলাল উদ্দিন, মাওলানা আশরাফুল ইসলাম, মাও. আবু তাহের, মাওলানা গোলাম মোস্তফা, ডাক্তার আব্দুল কাদের, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ, হাফেজ মাওলানা তানজিল খান, মাওলানা আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ কারী রশিদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আহসানুল্লাহ, বাইতুল মাল সম্পাদক আব্দুস সুবহান, প্রশিক্ষণ সম্পাদক মুফতি মোশাররফ হোসেন, অফিস সম্পাদক হাফেজ ইসমাইল হোসাইন, সহ-অফিস সম্পাদক মাওলানা মো. ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবির, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, সহ-সমাজকল্যাণ সম্পাদক শহীদ তালুকদার, সদস্য হাফেজ মোজাম্মেল হোসেন, হাফেজ খলিলুর রহমান, মো. ওমর ফারুক, মাওলানা আবু সাঈদ ও মাওলানা আলাউদ্দিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়