প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৮:৫৪
মহাসমাবেশ সফল করতে চাঁদপুর শহর জামায়াতের প্রচারণা ও লিফলেট বিতরণ

৭ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবেশ সফল করতে চাঁদপুর শহর জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
|আরো খবর
শুক্রবার (১১ জুলাই ২০২৫) জুমার নামাজ শেষে চাঁদপুর শহরের বাইতুল আমীন জামে মসজিদ প্রাঙ্গণে মুসল্লি, সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। পরে গণসংযোগ ও সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে প্রচারণার কাজ সমাপ্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান।
শহর জামায়াতের সহ. সেক্রেটারি মো. সবুজ খানের সঞ্চালনায় গণসংযোগশেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া। এ সময় সংগঠনের বিভিন্ন ওয়ার্ড আমির, সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।