শুক্রবার, ২৩ মে, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২২ মে ২০২৫, ২০:০৪

চাঁদপুর চেম্বারের পরিচালনা পর্ষদ ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

চাঁদাবাজ ও মাদকের ব্যাপারে আমরা একেবারেই জিরো টলারেন্সে : শেখ ফরিদ আহমেদ মানিক

মো. মিজানুর রহমান
চাঁদাবাজ ও মাদকের ব্যাপারে আমরা একেবারেই জিরো টলারেন্সে : শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, যারা আওয়ামী লীগ করেছে তারা ব্যবসা করতে পারবেন না--এমন কথা আমরা কখনও বলি নি। বিগত ১৫ বছর যারা ফ্যাসিবাদের লুটপাটে জড়িত, তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান এবং দলের স্পষ্ট নির্দেশ--ব্যবসায়ী সমাজ আপনারা ভয়-ভীতির ঊর্ধ্বে ব্যবসা পরিচালনা করবেন। কোনো সমস্যা হলে আমাদেরকে এবং প্রশাসনকে বলবেন। ব্যবসায়ী সমাজের বাইরে আমরা কেউ নই।

ব্যবসায়ীদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই এ দেশের পরিবর্তন সম্ভব না। চাঁদাবাজ, মাদকের ব্যাপারে আমাদের দল, প্রশাসন, আর্মি, পুলিশ তথা যৌথবাহিনী একেবারেই জিরো টলারেন্সে।

তিনি বলেন, মেঘনা নদীতে অবৈধ বালুকাটা এই শব্দটা চাঁদপুরের জন্যে লজ্জাজনক। ৫ আগস্টের পর এখানে প্রশাসন বালু কাটতে দেয় না। আগে তাদের সহযোগিতায় বালুকাটা হয়েছিলো।

তিনি বলেন, নবীন প্রবীণের সমন্বয়ে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালিত হবে। ব্যবসায়ী সমাজে নারীদের প্রতিনিধিত্ব থাকতে হবে।

বৃহস্পতিবার (২২ মে ২০২৫) দুপুরে পুরাণবাজারস্থ চেম্বার ভবনে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় শেখ ফরিদ আহমেদ মানিক প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চেম্বারের সিনিয়র সহ-সভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি) সুভাষ চন্দ্র রায়ের সভাপ্রধানে ও সহ-সভাপতি তমাল কুমার ঘোষের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্লাহ সেলিম, প্রবীণ রাজনীতিক ও ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার।

আরো বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার পরিচালনা পর্ষদের পরিচালক হাজী লিয়াকত হোসেন পাটোয়ারী, পরেশ চন্দ্র মালাকার, গোপাল চন্দ্র সাহা প্রমুখ।

উন্মুক্ত আলোচনায় ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বারের সাবেক পরিচালক আমিনুল ইসলাম সেলিম খান, রড সিমেন্ট ব্যবসায়ী মো. ফারুক মৃধা, পৌরসভার সাবেক কমিশনার নজরুল ইসলাম নজু বেপারী, হোটেল রেস্তোরাঁ সমিতির পক্ষে মো. আসলাম তালুকদার, পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক সম্পাদক এএইচএম জামাল সাকিব, মৎস্য বণিক সমিতির সভাপতি মানিক জমাদার, আদা রসুন আলু পেঁয়াজ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. দুলাল কাজী।

সভার শুরুতে গুরুতর অসুস্থ চাঁদপুর চেম্বারের সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর আখন্দ সেলিমের জন্যে দোয়া করা হয়।

চেম্বারের পরিচালক হাজী নাজমুল আলম পাটোয়ারী, চেম্বারের সচিব আব্দুল মোতালেব শেখ টুটুল,

চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন খান, জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল কাদের বেপারী, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন আহমেদ পলাশ, ব্যবসায়ী গোবিন্দ সাহা (নারায়ণ স্টোর), শামসুল হক প্রধানিয়া, হাজী শহীদ লস্কর, মো. শাহাদাত শিকদার, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিছ বেপারী, ব্যবসায়ী শাহজাহান কবির খোকা, মমিনুল ইসলাম টিটু, সুমন বেপারী, নেপাল সাহা, সুবল পোদ্দার, মো.শহীদুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা সভায় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক আরো বলেন, চাঁদপুরে কোনো চাঁদাবাজি, মাদক চলবে না। এ বিষয়ে ব্যবসায়ীরা সবসময় সজাগ থাকবেন। কেউ আপনাদের কাছে চাঁদা দাবি করলে সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করবেন। প্রয়োজনে আমাদেরও জানাবেন। সকলের সহযোগিতায় চাঁদপুরকে চাঁদাবাজ মুক্ত রাখা হবে। ব্যবসায়ীদের কাছ থেকে কারা চাঁদা দাবি করে, সে বিষয়ে জানতে আজকে আপনাদের সামনে আমরা এসেছি। আপনারা আমাদের সম্মান জানিয়ে চাঁদার বিষয়টি না করেছেন। তবে ৫ আগস্টের পর চাঁদপুরে কারা চাঁদাবাজি করেছে, তাদের তথ্য আমাদের কাছে আছে। তাদের নাম ও পরিচয় আমরা জানি। আমরা আপনাদের অভয় দিয়ে বলতে চাই, চাঁদপুরে কোনো চাঁদাবাজের স্থান নেই। আমি হলফ করে বলতে পারি, চাঁদপুরের প্রশাসনও মাদকের বিষয়ে জিরো টলারেন্সে কাজ করছে। যারা ফ্যাসিবাদ, লুটপাট, মাদক ও চাঁদাবাজির সাথে ছিলো তাদের বিচার এ দেশের মাটিতেই করতে হবে।

তিনি বলেন, চাঁদপুরের অনেক নারী ব্যবসায়ী তাদের ব্যবসা পরিচালনা করছেন। আমার ব্যক্তিগত মতামত, তাদেরকেও চেম্বারের সদস্য অন্তর্ভুক্ত করেন। এছাড়া চেম্বারের নতুন সদস্য বৃদ্ধি করেন। পরিচালনা পর্ষদে আপনারা তরুণদের অন্তর্ভুক্ত করেন। তাহলে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে। আপনারা নির্ভয়ে ব্যবসা পরিচালনা করবেন। চাঁদপুর জেলা বিএনপি সবসময় আপনাদের সাথে থাকবে।

সভায় অন্য বক্তারা বলেন, ব্যবসায়ীদের ঐক্যের প্রয়োজন। ব্যবসায়ীরা এক থাকলে সমাজ ও ব্যবসা এগিয়ে যাবে। ব্যবসায়ীদের ট্যাক্সের বিষয়ে অনেক হয়রানির শিকার হতে হয়। এর জন্যে চেম্বারের ভূমিকা রাখা প্রয়োজন। কিছু দোকানে চুরি হয়েছে, ঘাট ও রাস্তার সমস্যা রয়েছে। বাজারের নানা সমস্যাগুলো সমাধান করতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়