প্রকাশ : ০৮ মে ২০২৫, ২১:৪৫
চাঁদপুর জেলা যুবদলের প্রস্তুতি সভা
খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন, তবুও ফ্যাসিবাদের সাথে আপস করেন নি : কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল

৯ মে ২০২৫ (শুক্রবার) ‘কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার এবং ১০ মে (শনিবার) 'তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা'র সমাবেশ সফল করতে চাঁদপুর জেলা যুবদলের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৮ মে ২০২৫) সকালে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ বাসভবন মুনিরা ভবনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল।
তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন, কিন্তু ফ্যাসিবাদের সাথে কোনো আপস করেন নি। এমনকি এই দেশ ছেড়েও চলে যাননি। তিনি বলেছেন, আমার জন্ম এ দেশে, প্রয়োজনে এখানে মৃত্যু হবে। তিনি বলেছেন, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা কিন্তু রাজপথ ছাড়ি নি। গত ১৭ বছর অনেক কষ্ট ও ত্যাগ শিকার করে আমরা আজকের এ জায়গায় আসতে পেরেছি।
তিনি বলেন, ৫ আগস্টের আগে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছি। সেখানে ছাত্রদেরও ভূমিকা ছিলো এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সেই আন্দোলনে ১৬০০ মানুষকে হত্যা করা হয়েছিল। ৩০ হাজার মানুষ এখনো পঙ্গু। একমাত্র যুদ্ধ ছাড়া এতো বড়ো হত্যাকাণ্ড কোথাও হয় নি। আমরা কিন্তু সর্বত্র এ আন্দোলনের সাথে ছিলাম। কিন্তু ৫ আগস্টের পর অনেকে ১৭ দিনের রাজনীতি করে ১৭ বছরের সকল কিছু ভুলে যেতে চায়। আমরা সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই। আমাদের নেতা তারেক রহমান জাতীয় সরকারের কথা বলেছেন।চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।