প্রকাশ : ০২ মে ২০২৫, ২২:২৬
৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুর জেলা শ্রমিক দলের মিলাদ ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা শাখার আয়োজনে মিলাদ, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ মে ২০২৫) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে এই মিলাদ, আলোচনা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম ছৈয়ালের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ইউছুফ আলী খলিফা, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, জেলা জিয়া মঞ্চের সভাপতি আবুল কালাম আজাদ, জেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেন শেখ, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আবুল কালাম কালু ছৈয়াল, পানি উন্নয়ন বোর্ড শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম, সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নয়ন মাহমুদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাঝি,
মতলব দক্ষিণ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রধান, পৌর শ্রমিক দলের রাজন, সদর উপজেলা শ্রমিক দল নেতা তাজুল ইসলাম খান ও সুমন খান।
অনুষ্ঠানে দোয়া-মুনাজাত পরিচালনা করেন ঐতিহাসিক বেগম জামে মসজিদের মোয়াজ্জিন মাওলানা মোহাম্মদ সাব্বির।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, আমরা একজন আরেকজনের প্রতি আন্তরিক হতে হবে। যাতে নিজেদের মধ্যে কোনো বিভেদ না থাকে। শ্রমিক দল ও দলের প্রতিষ্ঠা সম্পর্কে জানতে হবে।