প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ২১:৪৪
বাংলাদেশ খেলাফত মজলিশ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা লিয়াকত, সেক্রেটারি মাও. হাবিবুর রহমান
প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে : মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী

বাংলাদেশ খেলাফত মজলিশ চাঁদপুর জেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের শূরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫) সকালে চাঁদপুর দারুল ফজল মাদ্রাসা মিলনায়তনে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে উপস্থিত সকলের সম্মতিক্রমে মাওলানা লিয়াকত হোসাইনকে সভাপতি এবং মাওলানা হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত করা হয়।
শূরা অধিবেশনে জেলা সভাপতি মাওলানা লিয়াকত হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী।
তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে সংস্কারের উদ্যোগ নিয়েছে। আমরা শুরু থেকেই এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আসছি। আমাদের দাবি হলো, রাষ্ট্র এবং জনগণের স্বার্থে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সংস্কার শেষে যৌক্তিক সময়ে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। সেই সঙ্গে নারী সংস্কার কমিশন বাতিল এবং সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে।
তিনি আরো বলেন, সংস্কার হচ্ছে জুলাই বিপ্লবের চেতনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এর মধ্য দিয়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। নতুন বাংলাদেশের এই স্বাধীনতা রক্ষায় আমাদের সবাইকে প্রতিটা মুহূর্ত সজাগ থাকতে হবে। যাতে করে ভবিষ্যতে কোনো স্বৈরশাসক সৃষ্টি হতে না পারে। জাতি আর পূর্বের মতো দুঃশাসন, নিপীড়ন আর দুর্নীতির রাজনীতি চায় না। তারা ভারত তোষণ রাজনীতি দেখতে চায় না। বাঙালি জাতি এবার সত্যিকার অর্থে আত্মমর্যাদাশীল একটি রাষ্ট্র দেখতে চায়।
বাংলাদেশ খেলাফত মজলিশ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় দারসুল কুরআন পেশ করেন জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ উল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মুফতি আনিসুর রহমান কাসেমী, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনি, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ।
এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিশ চাঁদপুর জেলা শাখার নব-নির্বাচিত নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠা করতে হলে প্রতিটা মানুষের ঘরে ঘরে খেলাফতের দাওয়াত পৌঁছে দিতে হবে। সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সকল নেতা-কর্মীকে সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।
বাংলাদেশ খেলাফত মজলিশ চাঁদপুর জেলা শাখার নব-নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাওলানা আব্দুল বাকী, মাওলানা ইদ্রিস, মাওলানা আবুল বাশার, মাওলানা মুহাম্মদ উল্লাহ, মাওলানা আবু জাফর সিদ্দিকী, মাওলানা মুখতার আহমদ, মাওলানা আবুল কালাম, আব্দুল্লাহ আল মামুন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, হাফেজ ক্বারী আবুল হাসানাত, মাওলানা শাহাদাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি নুরে আলম, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুল কাদের, মাওলানা নুরুল ইসলাম, মো. মিজানুর রহমান, মুফতি নুরুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক হাফেজ কারী রশিদ আহমদ, সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা আবু তাহের, অফিস সম্পাদক হাফেজ নিয়ামত হুসাইন, সহ-অফিস সম্পাদক মাওলানা আল আমিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা তানজিল খান, সহ-অফিস সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ আবু ইউসুফ, সহ-প্রচার সম্পাদক হুমায়ুন কবির, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মোজাম্মেল হক মিয়াজীসহ সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান চাঁদপুরী, মাওলানা খালেদ সাইফুল্লাহ, সদস্য মাওলানা তারেক হাসান, মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা রিয়াজুল ইসলাম চাঁদপুরী, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আতাউল্লাহ হুসাইনী, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আবু হানিফ, মাওলানা শাহাদাত হোসাইন মাস্টার, শাহাদাত হোসেন, মাওলানা ইহতেশামুল হক।
নবগঠিত কমিটিকে শপথবাক্য পাঠ করান অধিবেশনের প্রধান অতিথি দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী। সবশেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়। অধিবেশনে চাঁদপুর জেলার সকল উপজেলা প্রতিনিধি, শাখা সভাপতি ও সেক্রেটারি অংশগ্রহণ করেন।
ক্যাপশন : বাংলাদেশ খেলাফত মজলিশ চাঁদপুর জেলা শাখার শূরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী। পাশে উপস্থিত শূরা সদস্যদের একাংশ।