প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ২১:১১
ইসলামিক ফাউন্ডেশনের জেলা পর্যায়ে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন’ শীর্ষক আলোচনা সভা
বিএনপি অপরাধকে আশ্রয়-প্রশ্রয় দেয় না : শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুরে জেলা পর্যায়ে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) সকালে চাঁদপুর জেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি বলেন, ইমামরা আমাদের সমাজের সবচেয়ে গ্রহণযোগ্য মানুষ। ইমামরা কোনো কথা বললে সকলে সেই কথা শোনেন বা মেনে চলার চেষ্টা করেন। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন বিষয়ে প্রতি ওয়াক্ত নামাজের আগে একটু আলোচনা করলে ভালো হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শুধু ইমাম, প্রশাসন বা রাজনৈতিক ব্যক্তিদের কাজ নয়, সমাজের সকলের দায়িত্ব সমাজ থেকে সকল অপরাধ দূর করা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো অন্যায় অপরাধকে আশ্রয়-প্রশ্রয় দেয় না।
তিনি আরো বলেন, আমাদের সকলের দায়িত্ব এ সমাজকে ঠিক রাখা। আজকে ইসলামিক ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে আমি তাদেরকে বলবো প্রত্যেক উপজেলায় গিয়ে এ রকম সভা করার জন্যে। আমরা চাই না বাংলাদেশের কোথাও কোনো সন্ত্রাসবাদের উত্থান হোক। জুমার খুতবায় মানুষকে সচেতন করার জন্যে আলোচনা করতে হবে। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদেরকে কেউ আশ্রয়-প্রশ্রয় দেবেন না। অভিভাবকদের সচেতন করতে জুমার খুতবায় কথা বলবেন। যারা ভালো মানুষ তারা সকলে এক সাথে মিলে মিশে কাজ করবে। আমরা সমাজে সকল ধর্মের লোক একসাথে বসবাস করি। একসাথে বিভিন্ন ধর্মের লোক থাকলে বুঝা যায় না কে কোন্ ধর্মের। সকলের প্রতি অনুরোধ, আমরা সকলে মিলে চাঁদপুরকে উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে যাই।
সভায় স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. সেলিম সরকার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফর রহমান বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্যে কিছু কিছু লোক প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের চালিকাশক্তি হিসেবে কাজ করছে। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার জন্যে মিথ্যা প্রচারণা করছে। চাঁদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য জেলার তুলনায় অনেক ভালো রয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ জুলফিকার হাসান মুরাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জহির উদ্দিন বাবর, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, চাঁদপুর জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাড. শাহজাহান খান, শাহতলী কালিম মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ বেলাল হোসাইন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার সাহা, পালক রোমীয় দাস প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সব ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠলে দেশে সাম্প্রদায়িকতার জায়গা হবে না। বন্ধুত্বের শক্তিই রুখবে সাম্প্রদায়িকতা। সম্প্রীতি রক্ষায় সকল শ্রেণি-পেশা ও ধর্মের মানুষকে এগিয়ে আসতে হবে। সম্প্রীতি রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান বক্তারা।
ছবি ক্যাপশনঃ চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জেলা পর্যায়ে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।