রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ১৭:৫৬

হাজীগঞ্জে বৈশাখী মেলার নামে ক্ষতিসাধনের দায়ভার বিএনপি নিবে না : সংবাদ সম্মেলনে উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে বৈশাখী মেলার নামে ক্ষতিসাধনের দায়ভার বিএনপি নিবে না : সংবাদ সম্মেলনে উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ
হাজীগঞ্জে বৈশাখী মেলা বন্ধসহ এ মেলার দায় বিএনপি নেবে না বলে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন। ছবি : চাদপুর কণ্ঠ।

হাজীগঞ্জে চলমান বৈশাখী মেলার নামে যে সকল ক্ষতি হচ্ছে বা হবে তার দায়ভার বিএনপি নেবে না। যারা এ মেলার আয়োজন করেছে তারা আমাদের দলের কেউ না। মেলাতে সবচে' বেশি ক্ষতি হচ্ছে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী, এসএসসি পরীক্ষার্থীসহ বিভিন্ন জনের। সংবাদ সন্মলনের মাধ্যমে বৈশাখী মেলার নামে কুটির শিল্পের এ মেলা বন্ধের দাবি জানান উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ।

শনিবার (১৯ এপ্রিল ২০২৫) হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ উপজেলা বিএনপি কার্যালয়ে এমনটাই দাবি করে মূল বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব ইমাম হোসেন।

আলহাজ্ব মো. ইমাম হোসেন তার লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম ব্যবহার করে কতিপয় মুখোশধারী ব্যক্তি বিভিন্ন অনিয়ম, চাঁদাবাজি এবং আইনশৃঙ্খলার অবনতির পাঁয়তারা চালিয়ে আসছে। মেলার নাম করে কোনোভাবেই এসব অনিয়ম, চাঁদাবাজি এবং আইনশৃঙ্খলার অবনতির দায়ভার বিএনপি বহন করবে না।

আলহাজ্ব ইমাম হোসেন সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে বলেন, ইভটিজিংকে কেন্দ্র করে গত ২৯ আগস্ট ২০২৪ হাজীগঞ্জ বাজারে মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রকে জীবন দিতে হয়েছে। বর্তমানে কিশোর গ্যাংসহ দেশের সার্বিক পরিস্থিতির বিষয়ে আপনারা (সংবাদকর্মী) অবগত এবং এসএসসি ও সমমানের পরীক্ষা চলমান এবং এইচএসসি পরীক্ষা আসন্ন। বৈশাখী মেলা একদিন থেকে তিনদিন ধরে চলতে পারে, কিন্তু এতো লম্বা সময় ধরে মেলার অনুমোদন হয় কী করে! অবিলম্বে এ মেলা বন্ধের জোর দাবি জানাই আমরা।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বিএনপির নাম ব্যবহার করে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে মেলার আয়োজন কতোটা সমীচীন? আমরা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীদের লেখাপড়ার স্বার্থে পরীক্ষা চলাকালীন মেলা বন্ধের দাবি জানাচ্ছি। ব্যবসা-বাণিজ্য সমৃদ্ধ হওয়ায় হাজীগঞ্জে গড়ে উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠান, আবাসিক কাঠামো, স্কুল, কলেজ ও মাদ্রাসা। এ নির্বাচনী এলাকা (চাঁদপুর-৫) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে যিনি নির্বাচন করেছেন এবং যিনি বিভিন্ন জুলুম ও অত্যাচারের শিকার হয়েও জাতীয়তাবাদী দলকে সুশৃঙ্খলভাবে নেতৃত্ব দিয়ে আসছেন, এখন মেলার নামে আইনশৃঙ্খলার অবনতি হলে তার দায়ভার তিনি ও বিএনপি নিবে না। সুতরাং মেলা বন্ধ করতে হবে।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ. রহিম পাটওয়ারীর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক খোরশেদ আলম ভুট্টু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আকতার হোসেন দুলাল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সেলিম ও সাবেক সাধারণ সম্পাদক এমরান হোসেন।

উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন শাবু, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ইমাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শাহিন মজুমদার, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এস.এম. ফয়সাল হোসাইন, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু ইউসুফসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়