প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ২০:০৭
ছেংগারচর পৌরসভায় বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
যৌক্তিক সময়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা না হলে বিএনপি রাজপথেই থাকবে : জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা

সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, ফ্যাসিবাদী সরকারের পতনের পর এখন দেশের সকল মানুষের প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে অন্তর্বর্তীকালীন সরকার। যৌক্তিক সময়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা না হলে বিএনপির নেতা-কর্মীরা রাজপথেই থাকবে।
শুক্রবার (১৮ এপ্রিল ২০২৫) বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত সরকারের আমলে বিএনপির হাজার হাজার নেতা-কর্মী খুন-গুমের শিকার হয়েছে। নানাভাবে নির্যাতন করা হয়েছে আমাদের নেতা-কর্মীদের। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে দিনের পর দিন আটক রাখা হয়েছিল এবং তাঁকে যথাযথ চিকিৎসা দেয়া হয়নি। বিচারের নামে প্রহসন করে তাঁকে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়া হয়েছিল।
তানভীর হুদা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশের বৈষম্য দূর করতে হলে আমাদের প্রতিটি কাজের মাধ্যমে সেটি প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে, সাধারণ মানুষের সঙ্গে মিশতে হবে এবং ভালো কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।
ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লার সভাপতিত্বে ও ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী মাজহারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার ও জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর।
উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর বিএনপির সহ-সভাপতি বোরহান ফরাজি, জাহাঙ্গীর মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, জেলা ছাত্রদলের সাবেক সদস্য এইচএম জমির হোসেন, বিএনপি নেতা রফিক মোল্লা, রফিক সরদার, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহআলম, পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রেজমুল আলম বিদ্যুৎ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন বেপারী, উপজেলা শ্রমিক দলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মজনু ঢালী, পৌর যুবদল নেতা জাকির হোসেন, ছাত্রদল নেতা জুম্মান হোসেন প্রমুখ।