রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ২১:২৮

গুপ্টি পশ্চিম ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন

গুপ্টি পশ্চিম ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন
প্রবীর চক্রবর্তী

ফরিদগঞ্জের গুপ্টি পশ্চিম ইউনিয়নের ১নং থেকে ৯নং ওয়ার্ড যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল ২০২৫) বিকেলে খাজুরিয়া বাজারস্থ ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত সম্মেলনে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহন পাটওয়ারী মানিকের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. মিজানুর রহমান মোল্লা ও যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল হোসেন গাজীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ।

তিনি বলেন, বিএনপির দুঃসময়ে যারা রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে কঠোর অবস্থানে ছিলো, তাদের মূল্যায়ন করতে হবে। নির্যাতিত-নিপীড়িত নেতা-কর্মীদের দিয়ে যুবদলকে ঢেলে সাজাতে হবে। রাজনীতি করতে হলে জাতীয়তাবাদী দলের নীতি-আদর্শ বুকে ধারণ করে চলতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কখনো সন্ত্রাস-চাঁদাবাজিতে বিশ্বাস করে না। যারা দলের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে জানেন না, তাদের এই দলে থাকার কোনো অধিকার নেই।বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক ফরিদগঞ্জে বিএনপির অভিভাবক হচ্ছেন এমএ হান্নান। আমরা সবাই এমএ হান্নানের হাত তথা বিএনপির হাতকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাবো।

প্রধান বক্তা হিসেবে উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন ও বিশেষ বক্তা হিসেবে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু উপস্থিত ছিলেন।

এছাড়া সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্বাস উদ্দিন গাজী, সাবেক সভাপতি কামরুল ইসলাম মোল্লা, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক খান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম কিরণ ও সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী। সম্মেলনে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়