প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ২১:০৯
রাজরাজেশ্বরে কর্মী সভায় শেখ ফরিদ আহমেদ মানিক
আপনাদের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে সর্বপ্রথম এই এলাকার উন্নয়ন করবো

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন,
বিএনপি সব সময় নির্বাচনের জন্যে প্রস্তুত। আমরা ২০১৪ সাল থেকে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্যে কাজ করে আসছি। বিএনপি জনগণের ওপর নির্ভরশীল রাজনৈতিক দল। জনগণই বিএনপির আশ্রয়স্থল। আমরা খুবই আশাবাদী যে নির্বাচন হলে বিএনপি ও জাতীয়তাবাদী শক্তির পক্ষে জনগণ তাদের রায় দিবে।
শুক্রবার (১১ এপ্রিল ২০২৫) বিকেলে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নস্থ বাঁশগাড়ী স্কুল মাঠে ইউনিয়নের ৬, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আয়োজন কর্মী সভার হলেও দলের নেতা-কর্মী ও সমর্থক এবং এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ব্যাপক উপস্থিতিতে কর্মীসভা জনসমাবেশে রূপ নেয়।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্যাহ সেলিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন, যুগ্ম আহ্বায়ক হযরত আলী ঢালী ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার।
শেখ ফরিদ আহমেদ মানিক রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, কোনো অবস্থাতেই আওয়ামী দোসরদের আশ্রয়-প্রশ্রয় দেয়া যাবে না। আর যারা আশ্রয়-প্রশ্রয় দিবে তাদের জায়গা বিএনপিতে হবে না। বিগতদিনে এ এলাকায় নদী ভাঙ্গার পেছনে চেয়ারম্যানসহ এলাকার সন্ত্রাসী বাহিনী দায়ী । তারা শুধু বালু বিক্রি করে টাকা ইনকাম করেছে, এছাড়া তাদের কোনো কাজ ছিলো না। এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাটসহ কোনো উন্নয়নের দিকে নজর দেয় নি। আমরা চাই না আপনারা এদের লালন পালন করেন। যারা এদের আশ্রয়-প্রশ্রয় দিবেন তাদের জায়গা রাজরাজেশ্বরে হবে না।
তিনি আরো বলেন, আমরা ১৫ বছর আন্দোলন-সংগ্রাম করেছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্যে। আগে থেকেই শুনে আসছি, এই রাজরাজেশ্বর বিএনপির ঘাঁটি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল, যেটি জনগণের দল। এই দলের একমাত্র আশ্রয়ের জায়গা হচ্ছেন আপনারা। বিগত দিনে আমাদের সৌভাগ্য হয়নি আপনাদের সাথে এসে মন খুলে কথা বলার । মুখ দেখলে বোঝা যেতো আপনারা কত কষ্টের মধ্যে ছিলেন। কিন্তু আজকে খুব কষ্ট লাগে, যখন আমি শুনি আপনাদের কিছু কিছু লোকের সহযোগিতায় ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগের সন্ত্রাসীরা এলাকায় ঘুমায় ও এলাকায় অপকর্ম করে।
তিনি বলেন, এ এলাকায় এসে যা দেখলাম তাতে মনে হয় না বাংলাদেশে এই এলাকার মতো অবহেলিত এলাকা আছে। এবার আর এটি চলবে না। আপনাদের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে সর্বপ্রথম এই এলাকার উন্নয়ন করবো। যেহেতু এই এলাকা তারেক রহমানের ঘাঁটি, খালেদা জিয়ার ঘাঁটি।
প্রধান বক্তার বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম বলেন, বিএনপি পাকিস্তান হিন্দুস্তান বুঝে না। বিএনপি বুঝে আমার মা, আমার দেশ, আমাদের বাংলাদেশ। এই রাজরাজেশ্বর ইউনিয়নের সর্বস্তরের জনগণ বিএনপির ধানের শীষের সাথে মিশে আছে। নির্বাচন আসলে বিএনপির চেয়ারম্যান, মেম্বার, উপজেলা ও এমপি প্রার্থীরা বিজয়ী হয়। আগামী নির্বাচনে খালেদা জিয়ার আদরের ধন, তারেক রহমানের আস্থাভাজন আমাদের নেতা শেখ ফরিদ আহমেদ মানিকের সাথে রাজরাজেশ্বরবাসী তাদের উন্নয়নের স্বার্থে থাকবে।
কর্মী সভায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নজু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ।
রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ওসমান গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসেম চোকদারের পরিচালনায় ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর মাঝি, সহ-সভাপতি হানিফ বেপারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বন্দুকসী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী দেওয়ান, রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি কবির চোকদার, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন খান, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ দেওয়ান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক দেলোয়ার বকাউল ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিনহাজুল ইসলাম সাদ্দাম।
উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ডিএম শাহজাহান, কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন আহমেদ পলাশ, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী খান, আক্তার হোসেন সাগর, অ্যাড. জসিম মেহেদী, সদস্য শরীফ আহমেদ খান, জেলা যুবদলের সহ-সভাপতি মোস্তাফা বন্দুকশী, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, জেলা তাঁতী দলের যুগ্ম সম্পাদক মনির হোসেন প্রধানিয়াসহ নেতৃবৃন্দ।
সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা সিফাত উল্যাহ।
এর আগে মরহুম আবুল হোসেন বন্দুকসী জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর বিএনপি নেতা হানিফ বন্দুকসীর বাসায় মধ্যাহ্নভোজে অংশ নেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ বিএনপি নেতৃবৃন্দ।
ছবি ক্যাপশনঃ চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের ৬, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।