সোমবার, ৩১ মার্চ, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ২১:৫২

তারেক রহমানের নির্দেশ : বিএনপিকে জনগণের নিরাপদ আশ্রয়ের দল হিসেবে আস্থা অর্জন করতে হবে

----------শরীফ মো. ইউনুছ

অনলাইন ডেস্ক
তারেক রহমানের নির্দেশ : বিএনপিকে জনগণের নিরাপদ আশ্রয়ের দল হিসেবে আস্থা অর্জন করতে হবে

বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫) ফরিদগঞ্জ উপজেলা রিক্সা ভ্যান, অটো ও সিনএনজি চালক দলের সম্মেলন ও ইফতার মাহফিল স্থানীয় শাহার বাজার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। সংগঠনের চাঁদপুর জেলা আহ্বায়ক নুরে আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব আরিফ শেখের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি শরীফ মো. ইউনুছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, ৪ নং সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বুলু, সাধারণ সম্পাদক ইকবাল খলিফাসহ অন্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে শরীফ মো. ইউনুছ বলেন, আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন, বিএনপিকে জনগণের নিরাপদ আশ্রয়ের দল হিসেবে জনগণের আস্থা অর্জন করতে হবে। কোনো প্রকার সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু, মাদক ব্যবসায়ীকে আশ্রয় প্রশ্রয় দেয়া যাবে না। যতই ত্যাগী বা নির্যাতিত হোক, এ সকল অপকর্মে জড়িতদের দায়িত্ব বিএনপি নিবে না। এদের স্থান বিএনপিতে হবে না এবং এদেরকে বিএনপি থেকে আজীবনের জন্যে বহিষ্কার করা হবে। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন, জনগণই সকল ক্ষমতার উৎস। অতএব জনগণের সাথে থাকতে হবে। দলীয় নেতা-কর্মীদের কর্মকাণ্ডে জনগণকে আস্থায় আনতে হবে। আগামী দিনে জনগণের প্রিয় দল বিএনপির সাথে জনগণ আছে, থাকবে। আমাদের দলের বিরুদ্ধে অনেক প্রপাগান্ডা ও ষড়যন্ত্র হচ্ছে, এ সকল বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়