প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ২৩:০৮
আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করে ছাড়বো : এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী

আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করে ছাড়বো। আমাদের একমাত্র শত্রু হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, এটা এখন আমাদের জন্য চ্যালেঞ্জ। ভবিষ্যতে এ দেশে আওয়ামী লীগ ও তাদের দোসরদের স্থান হবে না। মঙ্গলবার (২৫ মার্চ ২০২৫) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হাজীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।
হাজীগঞ্জ বাজারের একটি রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে নাসীরুদ্দীন পাটোয়ারী আরো বলেন, যদি কেউ এই ফ্যাসিস্টদের বিষয়ে কথা বলে তাহলে আমরা আমাদের সমমনাদের নিয়ে আরেকটি লড়াইয়ে নামবো। প্রয়োজনে সকলকে একসাথে রাস্তায়¬ নামতে হবে। আমরা সবাই বাংলাদেশি, একতা আমাদের মূলমন্ত্র।
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নাসীরুদ্দীন বলেন, সামনের জাতীয় নির্বাচনে মাশাল মার্কা, টাকার নির্বাচন হবে না। আগস্টের আন্দোলনের মতো তরুণরা নির্বাচন মাঠে থাকবে এবং তরুণরা নির্বাচিত হবে। এ নির্বাচনে তরুণরা-যুবকরা ঐক্যবদ্ধ থাকবে।
ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, যুগ্ম সদস্য সচিব মো. মিরাজ মিয়া, হাজীগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী হাফেজ মো. শাহাদাত হোসেন প্রধানীয়া, পৌর জামায়াতের আমীর মোহাম্মদ আবুল হাসানাত পাটোয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিশের উপজেলা সভাপতি মাও. ফয়সাল আহমেদ রশিদী প্রমুখ।
আরো বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্রের পক্ষে আব্দুল্লাহ আল মামুন, ছাত্রশিবিরের পক্ষে মো. সামিউল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষে মো. শাফায়েত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির উপজেলা প্রতিনিধি মো. শাহাদাত হোসেন প্রমুখ।
২৪-এর শহীদ জনক নুরুল ইসলাম বকাউলের সভাপ্রধানে বক্তব্য শেষে দেশের সকল শহিদের মাগফেরাত, জুলাই-আগস্টে আহতদের সুস্থতা, দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাও. মো. কবির হোসোঈন।
জাহিদ হাসানের সঞ্চালনে সভায় জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্য, প্রশাসন, ধর্মীয় নেতৃবৃন্দ, পেশাজীবী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, এতিমসহ সুধীজন উপস্থিত ছিলেন।