প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ১৬:৫৩
হস্তান্তর করেছেন বিএনপি ও ড্যাব নেতা অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম
মতলবে গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারকে তারেক রহমানের চিঠি ও ঈদ উপহার প্রদান

চাঁদপুর জেলা বিএনপির সদস্য, ড্যাব ঢাকা মহানগর উত্তরের সভাপতি, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেছেন, ২০২৪-এর গণঅভ্যুত্থানে নিহত পাভেল রাব্বী আমার অত্যন্ত কাছের ছোট ভাই। গত ১৯ জুলাই দেশে যখন টালমাটাল অবস্থা, বিএনপি সভার আহ্বানে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম, তখন পাভেল ও হাবিবসহ কয়েক শ' কর্মী-সমর্থক সভারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। ফোনে আমার সাথে রাব্বীর কথা হয় যে, গোলাগুলির মধ্যে তারা পড়েছে। যে কোনো মুহূর্তে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কিছুক্ষণ পরে শুনতে পাই, রাব্বীর মাথায় গুলি লেগেছে। রিক্সায় পাভেল রাব্বীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাকে মৃত বলে জানান। তিনি বলেন, ভবিষ্যতে সকল আন্দোলন-সংগ্রামে আমরা একত্রিত হয়ে দেশের কল্যাণে কাজ করবো।
তিনি বলেন, মতলব হচ্ছে বীরপ্রসূ। ১৯৭১সাল থেকে শুরু করে ২০২৪- এর গণঅভ্যুত্থান পর্যন্ত যত আন্দোলন সংগ্রাম হয়েছে, সকল আন্দোলন-সংগ্রামে মতলবের বেশ ক'জন দেশের স্বার্থে শহীদ হয়েছেন। এবার ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদেরকে তারেক রহমানের পক্ষ থেকে এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আমরা ইতোমধ্যে পাভেল রাব্বীর কবরসহ গণঅভ্যুত্থানে নিহত সকলের জন্যে দোয়া ও মোনাজাত করেছি।
মঙ্গলবার (২৫ মার্চ ২০২৫) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাধ্যমে জিয়াউর ফাউন্ডেশনের পক্ষ থেকে মতলব দক্ষিণের পিংড়ার আব্দুর রহমান, মোঃ মিজানুর রহমান গাজী এবং নওগাঁও'র পাভেল হাসান রাব্বীসহ তিনটি স্থানে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারকে তারেক রহমানের স্বাক্ষরিত চিঠি ও ঈদ উপহার প্রদানকালে তিনি এ কথাগুলো বলেন। এ সময় আরো
বক্তব্য রাখেন ড্যাব ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি (ভারপ্রাপ্ত) ডা. মো. মুজিবুর রহমান, জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মেজু, মতলব পৌর শ্রমিক দলের সভাপতি মনির হোসেন ফরাজী, বিএনপি নেতা ইলিয়াছ মিয়াজী, রফিক মেম্বার, লিয়াকত, মানিকুর রহমান, বাদশা মিয়া, খোরশেদ আলম, শাওন খান, মমিন রাজা, জজ মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরে আলম মিয়াজী, সদস্য সচিব শাহাদাত হোসেন অভি, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কাজী ফয়সাল, যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম প্রধান, সালাউদ্দিন প্রধান, রুহুল আমিন মিন্টু, বিল্লাল হোসেন, সাদ্দাম, উজ্জ্বল প্রধান, শাকিল পাটওয়ারী, জহিরুল ইসলাম, মানিক রেজা, যুবদল নেতা সাইফুল ইসলাম লিংকন, আবুল বাসার রাজিব, সাইদুল ইসলাম, মামুন প্রধান, টিপু মোল্লা, অন্তর, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইদ্রিস সরকার মুন্না, মতলব ডিগ্রি কলেজে ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইসমাইল হোসেন, সদস্য সচিব বিল্লাল হোসেন, ছাত্রদল নেতা রাসেদ মামুন, কাজী ইব্রাহিম, কলেজ ছাত্রদল নেতা ফয়সাল রাজা, আহমেদ মুসা, মাহিন, ছাত্রনেতা জয়ন্তু, মোবারক, তানভির, বিপুল, রোমান, সিয়াম, তামিম, জাহিদ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, পৌর মৎস্যজীবী দলের সভাপতি আলমগীর হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী প্রমুখ।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, ইউনিয়ন ও ওয়ার্ডসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।