বুধবার, ২৬ মার্চ, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ২১:০০

ফরিদগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল

নূতন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে এনসিপি অবশ্যই জনগণের স্বপ্ন পূরণ করবে : কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মিরাজ মিয়া

প্রবীর চক্রবর্তী
নূতন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে এনসিপি অবশ্যই জনগণের স্বপ্ন পূরণ করবে : কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মিরাজ মিয়া

জাতীয় নাগরিক পার্টি ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মো. মিরাজ মিয়া। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আবারো ফিরিয়ে আনতে একটি চক্র উঠেপড়ে লেগেছে। তাদের এই চক্রান্ত জুলাই আন্দোলনের বীর সেনানীরা বেঁচে থাকতে কখনো তা সফল হবে না। জাতীয় নাগরিক পার্টি এ দেশের মানুষের আশা ও প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। জুলাই আন্দোলনে যেমন সারাদেশের সকল স্তরের মানুষ আমাদের পশে ছিলেন, তেমনি জাতীয় নাগরিক পার্টি গঠনের পরও তারা আমাদের সাথে রয়েছেন। তারা নতুন কিছু দেখতে চায়। নূতন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে এনসিপি অবশ্যই জনগণের স্বপ্ন পূরণ করবে। আজকে ফরিদগঞ্জ উপজেলায় এই ইফতার অনুষ্ঠানের মধ্য দিয়ে এনসিপি চাঁদপুর জেলায় তাদের কার্যক্রম শুরু করলো।

জাতীয় নাগরিক পার্টি ফরিদগঞ্জ উপজেলা শাখার দেওয়ান শরীফের সভাপতিত্বে ও মো. আতিক হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারী মো. শাখাওয়াত হোসেন, জাতীয় নাগরিক পার্টি, যুব উইংস মেহেদী হাসান তানিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারি তিতুমীর কলেজের সিনিয়র যুগ্ম সদস্য সচিব আল নোমান নীরব, জাতীয় নাগরিক কমিটির সদস্য আজিজুল হক রাজু (হাইমচর), বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য মো. আখতার হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদগঞ্জ উপজেলা সেক্রেটারী মো. রবিউল আজম ও গৃদকালিন্দিয়া ডিবেটিং সোসাইটির দপ্তর সম্পাদক মো. নজরুল ইসলাম। আলোচনা শেষে মুনাজাত পরিচালনা করেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি এইচ এম আনোয়ার মোল্লা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়