বুধবার, ২৬ মার্চ, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ২০:৩৬

আওয়ামী ফ্যাসিস্টের দোসররাই দেশে অস্থিরতা সৃষ্টি করছে : শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন

আওয়ামী ফ্যাসিস্টের দোসররাই দেশে অস্থিরতা সৃষ্টি করছে : শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন
অনলাইন ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, দেশে কৃত্রিম সংকট সৃষ্টি করার পাঁয়তারা চলছে । দেশ যখন একটি স্থিতিশীল পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে এসে বিভিন্ন অজুহাতে ফ্যাসিস্টের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে। সাথে ক্ষমতার নেশায় আরেকটি দলের কিছু নেতা-কর্মী সব জায়গায় আধিপত্য বিস্তার এবং দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে। ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে অসহায় ব্যক্তিদের বরাদ্দকৃত খাদ্য লুটপাট করছে, যারা বাধা দিচ্ছে তাদের ওপরে তারা চড়াও হচ্ছে--এটা আমাদের প্রত্যাশা ছিলো না। আমরা মনে করেছিলাম, যেহেতু স্বল্পমেয়াদী একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তাদের মাধ্যমে বিতাড়িত ফ্যাসিস্টদের বিচার, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংস্কারের পরে একটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হবে, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং নির্বাচিত একটি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হবে।

সোমবার (২৪ মার্চ ২০২৫) চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা যারা দেশকে ভালবাসি সবাই মিলেমিশে সমানভাবে নাগরিক অধিকার ভোগ করতে পারবো--এটাই ছিলো আমাদের প্রত্যাশা। কিন্তু একটি দল নির্বাচনের আগেই ক্ষমতার সকল সুবিধা ভোগ করার চেষ্টা করছে। জনগণ এটা ভালো চোখে দেখছে না। মনে রাখতে হবে, ক্ষমতা মানুষকে বাঁচাতে পারে নি, ক্ষমতা মানুষের সম্মান রক্ষা করতে পারে নি, এই ক্ষমতার অপব্যবহার একদিন অনেকের জন্যে অপমানের বড়ো কারণ হয়ে দাঁড়িয়েছে। এ থেকেও যদি আমরা শিক্ষা গ্রহণ করতে না পারি, তাহলে মনে হয় আমরা বিবেকশূন্য মানুষ হিসেবে জাতির কাছে বিবেচিত হবো।

তিনি বলেন, দেখুন আওয়ামী লীগের অনেক লোক সমাজে বসবাস করছে, তারা নিরীহ আওয়ামী লীগ হিসেবে হয়তো এলাকায় পরিচিত। কিন্তু আজকে তারাও মাথা উঁচু করে কথা বলার সাহস পাচ্ছে না। কারণ যারা বিগত দিনে অন্যায় অপরাধ করেছে তাদের লাগাম টেনে না ধরার কারণে আজকে তারাও সমাজে অপমানিত হচ্ছে।

তাই আমরা দেশকে আর পিছনের সেই নোংরা কলুষিত বিকৃত রাজনীতির দিকে না নিয়ে সামনে একটি সুন্দর মানবিক বাংলাদেশ গঠনের ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।

শাখা সভাপতি মাওলানা কাউসার আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি দেলোয়ার হোসেন মাস্টারের সঞ্চালনায়

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি শাহজামাল গাজী সোহাগ, সদর উপজেলা শাখার সভাপতি ডাক্তার মো. বেলাল হোসেন, মোহাম্মদ আসাদুল্লাহ সুমন প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবি ক্যাপশনঃ চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়