মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ২২:০৭

মতলব উত্তরে বিএনপির ইফতার মাহফিল

রাষ্ট্র ও বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র এখনো চলছে : তানভীর হুদা

রাষ্ট্র ও বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র এখনো চলছে : তানভীর হুদা
মাহবুব আলম লাভলু

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র তানভীর হুদা বলেছেন, ৫ আগস্ট ছাত্র- জনতার আন্দোলনে স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু আমাদের আন্দোলন এখনো শেষ হয়ে যায়নি। আমাদের রাষ্ট্র ও বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র এখনো চলছে। স্বৈরাচারী হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্যে চলছে নানা ষড়যন্ত্র। এই আন্দোলন- সংগ্রামে সাধারণ মানুষকে সাথে নিয়ে কাজ করতে হবে। তাই কোনো ধরনের চাঁদাবাজি, দখলদারি, পেশীশক্তি প্রদর্শন করলে চলবে না। এ ধরনের কাজে জড়িত এমন কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।

রোববার (২৩ মার্চ ২০২৫) মতলব উত্তর উপজেলার এখলাছপুর উচ্চ বিদ্যালয় মাঠে এখলাছপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি গণমানুষের দল। এই দলটি গণমানুষের উন্নয়ন ও কল্যাণের জন্যই সারাজীবন কাজ করে গেছে। তাই নিজেদের মধ্যে কোনো ধরনের বিভেদ থাকলে চলবে না। আমরা জননেতা তারেক জিয়ার নেতৃত্বে এক ও ঐক্যবদ্ধ থাকতে চাই।

তানভীর হুদা বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন- সংগ্রামে যাদের পাওয়া যায়নি এমন অনেকে আছেন যারা এখন বিএনপির অনেক প্রভাবশালী নেতা। দীর্ঘ আন্দোলন-সংগ্রামে যারা মাঠে ছিলেন না, ক্ষমতাসীন দলের সাথে মিলেমিশে ভাগ-বাঁটোয়ারা করে খেয়েছে, তাদের সবাইকে আমি চিনি। যারা কষ্ট করে আন্দোলন-সংগ্রাম করেছেন তাদের হতাশ হবার কোনো কারণ নেই, আমি তাদের সবাইকে চিনি।

এখলাছপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি নুরু হাওলাদারের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সারোয়ার মজুমদার, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন প্রধান, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, যুবদল নেতা জহির খান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়