প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ১৬:৩১
হাজীগঞ্জে হেফাজতে ইসলামের ইসরাইলবিরোধী বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনির উপর অনবরত বর্বর ইসরাইলি হামলার প্রতিবাদে হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি হাজীগঞ্জ বাজারে বের হলে সমমনা দলসহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান এতে অংশ নেন।
বাদ জুমা হাজীগঞ্জ ঐতিহাসিক বড়ো মসজিদ থেকে মিছিলটি বের হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে বড় মসজিদ মাঠে এসে জড়ো হয়। এ সময় মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও হেফাজতে ইসলাম বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি আব্দুর রউফ।
বিক্ষােভ মিছিলে অংশ নেন হেফাজতে ইসলাম হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তফা আল হাবিব, পৌর শাখা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান শুভ, সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক কামাল গাজী প্রমুখ।