বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০১:৪৪

ডিসেম্বরে নির্বাচন দেয়ার দাবিতে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি
ডিসেম্বরে নির্বাচন দেয়ার দাবিতে বাম গণতান্ত্রিক  জোটের বিক্ষোভ

নারী ধর্ষণ-নির্যাতন বন্ধ, মব সন্ত্রাস বন্ধ ও ডিসেম্বরে নির্বাচন দেয়ার দাবিতে বুধবার (১৯ মার্চ ২০২৫) বিকেলে চাঁদপুর শহরের শপথ চত্বরে বাম গণতান্ত্রিক জোট বিক্ষোভ সমাবেশ করেছে।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ-এর জেলা সমন্বয়ক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেন, জেলা বাসদ সদস্য কমরেড দিপালী রাণী ও কমরেড জিএম বাদশা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী, সদস্য কমরেড চন্দ্র শেখর মজুমদার, কমরেড মো. জহির উদ্দিন বাবর, জেলা বাসদ সদস্য কমরেড হারুনুর রশীদ।

বক্তারা বলেন, নারী ধর্ষণ ও নির্যাতন অব্যাহত আছে। প্রতিদিনই লোমহর্ষক ঘটনাগুলো ঘটছে।আইনশৃঙ্খলার অবনতি চরমে। এখনও মাজার ভাঙছে, সরকারি স্থাপনা ভাঙ্গা হচ্ছে, রাজনৈতিক সভা-সমাবেশে পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে। মব সন্ত্রাসের মাধ্যমে বাকস্বাধীনতা খর্ব করা হচ্ছে। কার্যত দেশে পুরো অস্থিতিশীলতা বিরাজ করছে। বাম সংগঠনগুলো তাদের নীতির ওপর দাঁড়িয়ে এ যাবৎকাল পর্যন্ত সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা নিয়ে বাম গণতান্ত্রিক জোট সোচ্চার। সে কারণে কতগুলো ভূঁইফোড় সংগঠন প্রতিষ্ঠা করে ফ্যাসিস্টের দোসর হিসেবে প্রকৃত বামপন্থীদেরকে ট্যাগ দিচ্ছে, যা নীতিহীনতা ও দুরভিসন্ধিমূলক। অন্যায়ের বিরুদ্ধে বাম দলগুলো ফুঁসে উঠে বলেই তাদের ভয়। একটা বিষয় লক্ষ্যণীয় যে, যে সব মিডিয়া বিগত সরকারগুলোর তোষণ-পোষণ করেছে, এখনও তাই। দেশের ক্রান্তিকালে বিভিন্ন পেশা ও বাম সংগঠনগুলোর ন্যায্য আন্দোলনের সংবাদ পরিবেশন না করে এসব প্রচার মিডিয়া বিরোধিতা করছে। সরকারের ভুল ও অন্যায় নিয়ে সংবাদ নেই। বরঞ্চ যারা আন্দোলন করছে তাদের সম্পর্কে ভুল তথ্য পরিবেশন করে জাতিকে বিভ্রান্ত করছে। দেখা গেছে পতিত স্বৈরাচার আওয়ামী সরকারকে ফ্যাসিস্ট বানাতে এসব তথাকথিত মিডিয়ার ভূমিকাই ছিলো প্রধান। আর এখন 'ফ্যাসিস্টের দোসর' তকমা থেকে বাঁচতে বর্তমান সরকার এবং তল্পীবাহকদের গুণকীর্তন করছে, অধিকতর কভারেজ দিচ্ছে। এসব মিডিয়ার পৃষ্ঠপোষকতাই বর্তমান সরকারকেও ফ্যাসিস্ট বানিয়ে দেবে। নেতৃবৃন্দ কমিউনিস্ট পার্টির ওপর হামলার প্রচেষ্টারও তীব্র নিন্দা জানান।

সমাবেশে নেতৃবৃন্দ আরও বলেন, সংস্কারের নামে সংসদ নির্বাচন করতে সরকার বিলম্ব করছে। নির্বাচন নিয়ে একেক সময় একেক সম্ভাবনার কথা বলেন। এতে করে জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে। অনতিবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি থেকে রক্ষা করতে হবে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়