প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ২৩:০২
সন্তোষপুর দরবার শরীফে ঐতিহাসিক বদর দিবসে ইফতার মাহফিল

ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী সন্তোষপুর দরবার শরীফে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৭ রমজান দারুস সুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসার আয়োজনে নেছার মঞ্জিলে এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ও দোয়াগীর হিসেবে উপস্থিত ছিলেন হাদিয়ে বাঙ্গাল আল্লামা কেরামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাইহের সুযোগ্য উত্তরসূরি জৈনপুরের পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহসূফী তাহসিন আহমদ ছিদ্দিকী। দোয়া অনুষ্ঠানে মুসলিম উম্মাহ ও দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করা হয়।
সন্তোষপুর দরবার শরীফের বর্তমান পীর আলহাজ্ব মাওলানা শাহ্ আব্দুল করীম বিন মুহাম্মদ পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কা-মদিনায় অবস্থান করলেও মাহফিলে মুঠোফোনে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, ছারছীনা শরীফের আমীরে শরিয়ত, আমীরে তরিকত কুত্বুল আলম শাহ্সূফী আল্লামা নেছার উদ্দীন আহমদ (রহ.)- এর এজাযতে, তাঁর প্রধান খলিফা পীরে মুকাম্মাল শায়খুল মাশায়েখ শাহ্সূফী আলহাজ্জ্ব হযরত মাওলানা মোছলেহ উদ্দীন (রহঃ)-এঁর প্রতিষ্ঠিত পীরে মুকাম্মাল শাহ্সূফী আলহাজ্জ্ব হযরত মাওলানা মুহাম্মদ বিন মোছলেহ্ উদ্দীন (রহ.)-এঁর দরবার ফরিদগঞ্জ উপজেলাধীন চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামে প্রতিষ্ঠার পর থেকেই দেশ-বিদেশে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে।