প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ২২:৫৪
চাঁদপুর পৌর ৪নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন, দোয়া ও ইফতার মাহফিল
তারেক রহমান নির্দেশ দিলে এই সরকার পাঁচ মিনিটও ক্ষমতায় থাকতে পারবে না : অ্যাড. সলিম উল্লাহ সেলিম

চাঁদপুর পৌর ৪নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ ২০২৫) বিকেলে ৩নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।
তিনি তাঁর বক্তব্যে বলেন, গত ১৬টি বছর একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষায় আছি। কিন্তু সেই ভোট শেখ হাসিনা দেয়নি। বর্তমান সরকারও টালবাহানা করছে। আমাদের লড়াই এখনো শেষ হয়নি। তারেক রহমান নির্দেশ দিলে এ সরকার ৫ মিনিটও ক্ষমতায় থাকতে পারবে না। আমরা দাবি জানাচ্ছি অবলম্বে পার্লামেন্ট নির্বাচন দিন। সুষ্ঠু ভোটের ব্যবস্থা করুন। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিন।
তিনি আরো বলেন, ড. ইউনুসের নামে মামলা উঠে যায়, কিন্তু তারেক রহমানের মামলা প্রত্যাহার করা হয় না। এ সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে সসম্মানে বাংলার মাটিতে, মানুষের মাঝে ফিরিয়ে আনুন। নতুবা শেখ হাসিনার যে অবস্থা হয়েছে, আপনাদেরও একই অবস্থা হবে। আগামী নির্বাচনে চাঁদপুর-৩ আসনের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনারা তাঁকে এমপি বানালে আমরা মন্ত্রী বানাবো ইনশাআল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. জসিম উদ্দিন খান বাবুল।
সম্মেলন উদ্বোধন করেন চাঁদপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. আক্তার হোসেন মাঝি। প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সদস্য সচিব অ্যাড. হারুনুর রশীদ।
৪নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. নূর ইসলাম গাজীর সভাপতিত্বে এবং পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক কামরুল ইসলাম সোহেল গাজীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৪নং ওয়ার্ড বিএনপির সমন্বয়ক মো. আহসান উল্যাহ সেন্টু পাটওয়ারী, সদস্য শহিদুল ইসলাম মুক্কু, মো. মিজানুর রহমান পাটওয়ারী, মো. ইমান আলী মিয়াজী ও পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান মিয়াজী, সহ-সভাপতি ফিরোজ মুন্সি, সাংগঠনিক সম্পাদক সেলিম মুন্সি, সাবেক ছাত্র নেতা আনিছুজ্জামান পলাশ, পৌর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক ফয়েজ ঢালী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আউয়াল, ৪নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. জামাল মোল্লা, বর্তমান সভাপতি মো. শিমুল তালুকদার, সাধারণ সম্পাদক মো. ফয়সাল ইসলাম রবিন, ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি এমদাদুল ইসলাম এমদাদ বেপারী, ৪নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান অভি প্রমুখ। উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলু, পৌর জাসাসের সদস্য মো. আলমগীর, ৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল রাঢ়ী, ৪নং ওয়ার্ড সভাপতি মো. আক্তার, সাধারণ সম্পাদক আবির মুন্সি।
সবশেষে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে কমিটি ঘোষণা করেন চাঁদপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. আক্তার হোসেন মাঝি। তিনি কমিটির সভাপতি হিসেবে নূর ইসলাম গাজী, সাধারণ সম্পাদক হিসেবে আব্দুর রহমান মিয়াজী, সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. জামাল মোল্লার নাম ঘোষণা করেন।