বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ২০:০০

মতলব উত্তর উপজেলা বিএনপির মতবিনিময় ও ইফতার মাহফিল

স্বতঃস্ফূর্ত আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশ আজ স্বৈরাচারমুক্ত : অ্যাড. ফজলুল হক সরকার হান্নান

স্বতঃস্ফূর্ত  আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশ আজ স্বৈরাচারমুক্ত : অ্যাড. ফজলুল হক সরকার হান্নান
মাহবুব আলম লাভলু

মতলব উত্তর উপজেলায় বিএনপি'র সাংগঠনিক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ ২০২৫) উপজেলার ওটারচর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলটি

কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সভার নির্দেশনা মোতাবেক চাঁদাবাজ, দখলদার এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দলীয়ভাবে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি ও বৃহত্তর মতলব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. ফজলুল হক সরকার হান্নানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ টিপু'র যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এএসএম জাহাঙ্গীর আলম, আব্দুল গনি তপাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম তোফাজ্জল হোসেন লিটন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাশেদ হাসান টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শিমুল আহমেদ হিমেল, উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান ইমু প্রমুখ।

সভাপতির বক্তব্যে অ্যাড. ফজলুল হক সরকার হান্নান বলেন, আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করে দিয়েছে দেশের সকল কাঠামো। ছাত্র-জনতার আন্দোলন, তারেক রহমানের দিকনির্দেশনা ও সে মোতাবেক আমাদের স্বতঃস্ফূর্ত আন্দোলন- সংগ্রামের মধ্য দিয়ে দেশ আজ স্বৈরাচারমুক্ত।

তিনি আরো বলেন, দেশে শৃঙ্খলা বজায় রেখে দেশকে এগিয়ে নেয়ার লক্ষ্যে জনগণ বিএনপি'র দিকে তাকিয়ে আছে। তাই বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ যদি চাঁদাবাজি, দখলদারি বা কোনো ধরনের বিচ্ছৃংখলা করে, তাহলে তাদের কোনোক্রমেই ছাড় দেয়া হবে না। এমন কাউকে যদি কোনো নেতা আশ্রয় প্রশ্রয় দেন, তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়