প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ২২:০১
বদর দিবস উপলক্ষে বদরী কাফেলা যুব সংগঠনের ইফতার মাহফিল

‘বদরী কাফেলা যুব সংগঠন’-এর উদ্যোগে বদর দিবস উপলক্ষে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে ৭০০ জনেরও বেশি এলাকার গণ্যমান্য ও মুসল্লির জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। মঙ্গলবার (১৮ মার্চ ২০২৫) গণ্ডামারা বোর্ড অফিস জামে মসজিদে এই ইফতার ও দোয়া আয়োজন করা হয়। অনুষ্ঠানে অধ্যক্ষ হযরত মাও. জিল্লুর রহমান ফারুকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, এই সংগঠনটি যে কোনো কাজে সবসময় অসহায় পাশে থাকে। তাদেরকে ধন্যবাদ।
বিশেষ অতিথি ছিলেন হযরত মাও. আবু নোমান, হযরত মাও. ওসমান গণি, হযরত মাও. কামরুল হাসানসহ বহু ওলামায় কেরাম। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য হযরত মাও. আশরাফুল ইসলাম, সবুজ শিকদার, ফরিদ শিকদার, মামুন সর্দার, বাবুল সর্দার, আনোয়ার সর্দার, মিজান সর্দার, আরিফ খানসহ অন্যরা। উপস্থিত ছিলেন সংগঠনে অন্যতম সদস্য আরমান মজুমদার, সোহাগ, ফয়সাল, দেলোয়ার, সুমন, আশিক রাঢ়ী, রনি, আল-আমিন, আবুল কাশেম, আব্বাছ, আশিক সর্দার, মেহেদী, আলআমিন খান, এলাহি, রাব্বি, তরিকসহ সদস্যবৃন্দ।
সংগঠনের সভাপতি মিনহাজুল আরেফিন সোহরাব ও সাধারণ সম্পাদক মো. জাহিদ সরদারের পৃষ্ঠপোষকতা অনুষ্ঠানটি সফলভাবে শেষ হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা ও ব্যাংকার শাহ আলম হোসেন।
উল্লেখ, সংগঠনটি ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়ে এলাকা তথা হাইমচর ও তার আশপাশে বহু অসহায়, গরিব, দুঃস্থ ব্যক্তি ও পরিবারকে ঔষধ, মালামাল ও আর্থিক অনুদান প্রদান করে আসছে। তাছাড়া পহেলা রমজানে প্রায় ৭০টি অসহায় পরিবারের মাঝে ৮০ হাজার টাকার ইফতারসামগ্রী বিতরণ করে।