প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ২১:৫৪
শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
অতি উৎসাহী হয়ে দলের কেউ অপকর্ম করলে তার জায়গা জেলখানায় : শেখ ফরিদ আহমেদ মানিক

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, সাধারণ মানুষের ওপর অন্যায় জুলুম করা যাবে না। কিছু কিছু জায়গায় সাধারণ মানুষের ওপর বিএনপির নামধারী লোকেরা জুলুম করেছে, এমন তথ্যও আমাদের কাছে আসছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। আবার অনেককে সতর্ক করে সংগঠন ক্ষমাও করে দিয়েছে। আজকের পরে আর কাউকে ক্ষমা করা হবে না। বিএনপির নামধারী লোকেরা অতি উৎসাহী হয়ে যদি কেউ কোনো অপকর্মের সাথে জড়িত হয়, তার জায়গা হবে জেলখানায়। এটা সবাইকে মাথায় রাখতে হবে।
বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৫) বিকেলে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন মিজির সঞ্চালনায় স্থানীয় মান্দারী আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এই সম্মেলন
উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. মো. জাহাঙ্গীর হোসেন খান।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. জসিম উদ্দিন মেহেদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হযরত আলী, আক্তার হোসেন সাগর, অ্যাড. জাকির হোসেন ফয়সাল, সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, কাজী জাহাঙ্গীর আলম মিন্টু, বাকের খন্দকার প্রমুখ।
সম্মেলনে সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, বিএনপি নেতা মোশারফ কারীসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর খান, ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন প্রমুখ।
শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন ও ইফতার মাহফিলকে ঘিরে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদল, তাঁতীদল, কৃষক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী সমবেত হন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন,
গত বছরের ৫ আগস্টের আগে আপনারা যে যেই অবস্থায় ছিলেন, আপনারা সেই অবস্থায় থাকবেন। কারো জমিজমা সংক্রান্ত বিরোধে, দেন দরবারে জড়াবেন না। বরং প্রশাসনকে সহযোগিতা করবেন। আপনাদের এলাকায় কোনো প্রকার চাঁদাবাজি, মাদক বিক্রি, মাদকের সাথে সম্পৃক্ততা, যারা আওয়ামী লীগের দোসর তারা এলাকার মা বোনদের সাথে কোনোরকম অসৎ আচরণ করলে, সংশ্লিষ্ট ওয়ার্ড বা ইউনিয়ন বিএনপির সভাপতি-সেক্রেটারী কিংবা ইউনিয়ন নেতৃবৃন্দ জড়িত থাকলে উপজেলা কমিটিকে জানাবেন। ওনারা যদি সমাধান করতে না পারেন, আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাগ্রহণ করবো। নিজেরা দলের মধ্যে বিভাজন তৈরি করবেন না।
সম্মেলনে বক্তব্যপর্ব শেষে চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করেন। এতে স্বপন মাহমুদ সভাপতি ও মো. কামাল হোসেন মিজি সাধারণ সম্পাদক পুনরায় নির্বাচিত হন। এ সময় দুজনকে উপজেলা নেতৃবৃন্দ পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠান শেষে সম্মেলনের দ্বিতীয় পর্ব ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, অসুস্থ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমান যেনো দেশে ফিরে আসতে পারেন এই কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ সাইফুল ইসলাম।
ছবি ক্যাপশনঃ চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫, ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। পাশে পুনরায় সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায়
স্বপন মাহমুদ ও মো. কামাল হোসেন মিজিকে পরিচয় করিয়ে দিচ্ছেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশনসহ অন্য নেতৃবৃন্দ।