শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৩

রমজানকে স্বাগত জানিয়ে কচুয়ায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ

রমজানকে স্বাগত জানিয়ে কচুয়ায়  জামায়াতে ইসলামীর  গণমিছিল ও সমাবেশ
মো. আলমগীর তালুকদার

মাহে রমজানকে স্বাগত জানিয়ে কচুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৫) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলা শাখার আয়োজনে গণমিছিল পৌরসভার আল ফাতেহা মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কচুয়া উত্তর বাজারে সমাবেশে মিলিত হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারীগণ 'আহলান সাহলান মাহে রমজান', 'রমজানের পবিত্রতা রক্ষা করো করতে হবে' ইত্যাদি শ্লোগান দিয়ে মাহে রমজানের আগমন বার্তা জানান দেয়।

উপজেলা জামায়াতের আমীর অ্যাড. আবু তাহের মেসবাহর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মোহাম্মদ আলী ছিদ্দিকীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী, জেলা ওলামা বিভাগের সভাপতি ও জেলা মজলিশে শুরা সদস্য মুহাদ্দিস আবু নছর আশরাফী।

বক্তাগণ রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং, সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে সকলের প্রতি আহ্বান জানান।

এ সময় উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার সিরাজুল ইসলাম, পৌরসভার আমীর আমিনুল হক মীর আজহারী, ইউনিয়ন আমীর ওয়াহিদুজ্জামান মীর, মাওলানা নাছির উদ্দিন মোল্লা, অধ্যাপক আবু জাফর, অধ্যাপক রফিকুল ইসলাম, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা আবদুল মতিন, ইউনিয়ন সভাপতি অধ্যাপক মো. এমদাদ উল্যাহ, মাওলানা মো. শহীদ উল্যাহ, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা হেদায়েত উল্যাহ, আবদুর রহমান নিজামীসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের কর্মী- সমর্থকগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়