শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২২

১৭ ফেব্রুয়ারি চাঁদপুর জেলা বিএনপির সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি

আমরা চাঁদপুরে একটি সুন্দর জনসভা করতে চাই জিয়া খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ছাড়া অন্য ছবি থাকলে ব্যবস্থা : শেখ ফরিদ আহমেদ মানিক

এই সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে : অ্যাড. সলিম উল্লাহ সেলিম

স্টাফ রিপোর্টার
আমরা চাঁদপুরে একটি সুন্দর জনসভা করতে চাই জিয়া খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ছাড়া অন্য ছবি থাকলে ব্যবস্থা : শেখ ফরিদ আহমেদ মানিক

১৭ ফেব্রুয়ারি চাঁদপুর জেলা বিএনপির সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যায় চাঁদপুর শহরের বিপনীবাগস্থ পার্টি হাউসে চাঁদপুর জেলা বিএনপির এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও চাঁদপুরের ৮ উপজেলা ও ৭ পৌরসভার সাংগঠনিক ইউনিটের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ১৭ ফেব্রুয়ারি বিকেল ৩টায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে এই বিশাল জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। জনসভায় সভাপতিত্ব করবেন বিএনপি নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। সঞ্চালনায় থাকবেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম। প্রস্তুতি সভায় সভাপ্রধানের বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ১৭ তারিখ আমরা চাঁদপুরে একটি সুন্দর জনসভা করতে চাই। সেটা চাঁদপুরের জনগণ দেখবে। আমাদের নেতা তারেক রহমান বলবেন যে আমরা প্রস্তুত আগামী নির্বাচনের জন্য। নির্বাচন দিতে যদি এদিক সেদিক করা হয়, আন্দোলনের জন্যেও আমরা প্রস্তুত। তিনি সকল সাংগঠনিক ইউনিটের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, কেন্দ্রীয়ভাবে দল থেকে কঠোর নির্দেশনা এই জনসভায় জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ব্যতীত কারো ছবি হবে না। কেউ যদি তা অমান্য করে ছবি নিয়ে আসে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে কেন্দ্রীয়ভাবে একটি সেলও গঠন করা হয়েছে। এ রকম ছবি হলে তা পাঠিয়ে দিতে বলা হয়েছে। কারো ছবি জনসভায় পাওয়া যাবে সাথে সাথে স্টেজ থেকে নেমে যেতে হবে। প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, শরীফ মোহাম্মদ ইউনুস, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, আক্তার হোসেন মাঝি, অ্যাড. হারুনুর রশিদ, অ্যাড. জহির উদ্দিন মোহাম্মদ বাবর বেপারীসহ নেতৃবৃন্দ। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম সাংবাদিকদের জানান, চাঁদপুর বিএনপির ঘাঁটি। শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে চাঁদপুরে বিএনপির যে ঐক্যের সৃষ্টি হয়েছে, মানুষের ব্যাপক সমাগমে এই জনসভা জনসমুদ্রে পরিণত হয়ে তা প্রমাণ করবে। তিনি জেলাবাসীকে এই সমাবেশ সফল করার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়