প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩২
সভাপতি আনোয়ার মাল : সেক্রেটারি খাজা
চাঁদপুর পৌর ৪ নং ওয়ার্ডের ৩নং মহল্লা কমিটির সম্মেলন সম্পন্ন
![চাঁদপুর পৌর ৪ নং ওয়ার্ডের ৩নং মহল্লা কমিটির সম্মেলন সম্পন্ন](/assets/news_photos/2025/02/07/image-58714-1738910057bdjournal.jpg)
চাঁদপুর পৌর ৪নং ওয়ার্ডস্থ বিএনপি'র ৩নং মহল্লা কমিটির সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যায় পুরাণ বাজার ব্রীজের গোড়া কমিউনিটি পুলিশ কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ৪ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ও ৪নং ওয়ার্ড বিএনপির প্রধান সমন্বয়ক আহসান উল্লাহ সেন্টু পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য ইমান আলী মিয়াজী।
৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরু গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিয়াজির পরিচালনায় সাংগঠনিক সম্পাদক সেলিম মুন্সিসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে মো. আনোয়ার মালকে সভাপতি, মো. জাকির বেপারীকে সহ-সভাপতি, মো. খাজা আহমদকে সাধারণ সম্পাদক, তাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৬ সদস্যের পুরাণ বাজার ব্রিজের গোড়া বিএনপি মহল্লা কমিটি গঠন করা হয়।
পরবর্তীতে ৪ নং ওয়ার্ডস্থ বিএনপির ৩ নং মহল্লার পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।
পরে নবগঠিত ৩ নং মহল্লা কমিটির পক্ষ থেকে নেতৃবৃন্দ পৌর বিএনপির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।