প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৬
বিটিভিতে 'ফ্যাসিবাদের দিনলিপি'র আলোচনায় ফয়সাল আহমদ বাহার
বিগত আওয়ামী লীগ সরকারের আমল ছিলো বিরোধী দলীয় রাজনৈতিক নেতা-কর্মীদের ভয়ঙ্কর নিপীড়নের অধ্যায়
![বিগত আওয়ামী লীগ সরকারের আমল ছিলো বিরোধী দলীয় রাজনৈতিক নেতা-কর্মীদের ভয়ঙ্কর নিপীড়নের অধ্যায়](/assets/news_photos/2025/02/07/image-58711-1738907300bdjournal.jpg)
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলীয় রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন ব্যক্তির ওপর জুলুম-নির্যাতনের অভিযোগ রয়েছে। বিভিন্ন আন্দোলন দমনে ব্যবহার করতে দেখা গেছে পেশীশক্তির। বিভিন্ন খাতে উঠেছে বিস্তর দুর্নীতির অভিযোগও। গত ৫ আগস্ট ২০২৪ ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর এসব নির্যাতন ও দুর্নীতির আরও অসংখ্য তথ্য-উপাত্ত সামনে আসতে শুরু করেছে। এবার এসব নির্যাতন, দুর্নীতি ও স্বৈরতন্ত্রের বিভিন্ন ঘটনা তুলে ধরছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
রাষ্ট্রীয় মালিকানাধীন চ্যানেলটিতে 'ফ্যাসিবাদের দিনলিপি' ও 'নিপীড়নের গল্প' শিরোনামে অনুষ্ঠানের ১০৩ পর্ব সম্প্রচার হয়।
গত সোমবার (৩ ফেব্রুয়ারি ২০২৫) বিটিভিতে প্রচারিত এই অনুষ্ঠানে আলোচক ছিলেন ফ্যাসিবাদ বিরোধী চাঁদপুরের রাজপথের আন্দোলনের সক্রিয় কারা নির্যাতিত সাবেক ছাত্র নেতা ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমদ বাহার। তার সাথে অন্য আলোচক ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও ঢাবি সংসদ সাধারণ সম্পাদক মাঈন আহমেদ।
অনুষ্ঠানটির গবেষণা ও উপস্থাপনায় ছিলেন সাঈদ খান এবং প্রযোজনায় ছিলেন আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ।
ফয়সাল আহমদ বাহার শুধু জুলাই-আগস্ট বিপ্লবই নয়, আওয়ামী লীগ সরকারের বিগত ১৫ -১৬ বছরের দুঃশাসন ও গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াই- সংগ্রামের কথাগুলো তুলে ধরেন। সরকারবিরোধী আন্দোলন করতে গিয়ে চাঁদপুরে বিএনপি'র কতজনকে হত্যা করা হয়, গায়েবি মামলাসহ বাড়ি ঘরে হামলা, পুলিশি নির্যাতন, কারাবরণ এবং একদলীয় শাসনব্যবস্থা দীর্ঘায়িত করার বিরোধী মত, আন্দোলন দমনের পুলিশি নির্যাতন ও যতসব দুর্নীতির তথ্য উঠে আসে তাঁর আলোচনায়। বিএনপিকে নেতৃত্বশূন্য করতে
জুলাইয়ের ভয়ঙ্কর দিনগুলোতে যখন পত্রিকায় ছাপা হচ্ছিল লাশের ছবি, সামাজিক মাধ্যমে নির্মমতার বর্ণনা, সেসময়ও বন্দুকের সামনে ছাত্র-জনতা। রাজনৈতিক দলের নেতা- কর্মী, ছাত্র-শিক্ষক থেকে পথচারী-রিকশাচালক, সাংবাদিক থেকে কবি লেখক, সবার ঐক্যে দেশজুড়ে ঘটে বাংলাদেশের নবজাগরণ। যার পেছনে রয়েছে স্বৈরাচারের ভয়ঙ্কর নিপীড়নের অধ্যায়।
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার সাথে বিএনপির বহু নেতা-কর্মীও বুকের ভেতর দারুণ ঝড় নিয়ে তাদের তাজা প্রাণ আত্মাহুতি দিয়েছেন। বেঁচে গেছেন কেউ কেউ। এর মাঝে শিল্পী, আইনজীবী ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটা অংশ মাঠে নামলেও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের দূরদর্শিতায় ছাত্র-জনতা আন্দোলন থেকে পিছপা হয়নি। ফ্যাসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই দিনগুলোতে তারুণ্যের চোখেমুখে ছিল কবিতা, গান, শ্লোগান। নিজেরা নিজেদের দ্রোহের ভাব- ভাষা দেয়ালে দেয়ালে এঁটে দিয়েছেন। নিপীড়নের শিকার হয়েছিলেন, হয়েছেন শারীরিকভাবে আহত। সে সময় তারুণ্য করেছেন কারাবরণ, কারো বেঁচে ফেরাই ছিলো অবিশ্বাস্য ঘটনা। বাহার বলেন, আমরাও রাজপথ ছেড়ে যাইনি। ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের ফলে আজকের এই পটপরিবর্তন।
বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন 'ফ্যাসিবাদের দিনলিপি' পর্ব ১০৩ আলোচনা অনুষ্ঠানে চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমদ বাহার।