প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪২
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুরে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র্যালি
![৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুরে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র্যালি](/assets/news_photos/2025/02/07/image-58710-1738907047bdjournal.jpg)
আনন্দ আর উৎসবমুখর পরিবেশে চাঁদপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও পথসভা করেছে চাঁদপুর শহর শাখা ছাত্রশিবির।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৫) সকালে র্যালিটি শহরের বাইতুল আমিন জামে মসজিদ সংলগ্ন চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথসভার মাধ্যমে শেষ হয়।
চাঁদপুর শহর ছাত্রশিবিরের সভাপতি মহররম আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি জাহিদুল ইসলামের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সবুজ, জুবায়ের হোসাইন, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি শেখ বেলায়েত হোসেন, সুলতান মাহমুদ, মুজাহিদুল ইসলাম ও ফারুক হোসাইন।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৭৭ সালে প্রতিষ্ঠার পর থেকে ছাত্রশিবির সকল জুলুম-নির্যাতনের মোকাবিলায় সংগ্রাম করে টিকেছিলো। শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের সব আন্দোলনে ছাত্রশিবির সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।
শিবির নেতৃবৃন্দ আরো বলেন, এদেশ সম্ভাবনায় ভরপুর, তারুণ্যের শক্তি আছে, যারা একটি সমৃদ্ধ দেশ, জাতি ও সভ্যতা গড়ে তুলতে পারে। এ জন্যে প্রয়োজন দৃঢ়চেতা ও নৈতিকতাসম্পন্ন দেশপ্রেমিক তরুণ সমাজ। কিন্তু জাতি সেই কাঙ্ক্ষিত তারুণ্যের উদ্যম থেকে বঞ্চিত। ফলে স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জাতির বহুল প্রত্যাশিত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়নি। জাতির এই প্রত্যাশা পূরণের জন্যে আদর্শিক নেতৃত্ব ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মহান লক্ষ্য নিয়ে নানাবিধ প্রতিকূলতার মাঝে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের যাত্রা শুরু হয়।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য সৎ, দক্ষ ও আদর্শিক নাগরিক তৈরির মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ। এ লক্ষ্য পূরণে মহান আল্লাহ তায়ালার প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস, সীমাহীন ত্যাগ, সর্বোচ্চ ধৈর্য এবং গঠনমূলক কাজের মাধ্যমে ছাত্র শিবিরের লক্ষাধিক জনশক্তি এগিয়ে চলছে। সময়ের ব্যবধানে ছাত্রশিবির আজ দেশে সর্ববৃহৎ সুশৃঙ্খল ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। সীমাহীন প্রতিকূলতার মাঝেও আমাদের অবস্থান সৃদুঢ়। পথচলার পরতে পরতে আমাদের ত্যাগ ও কুরবানির দৃষ্টান্ত জাতির নিকট দৃশ্যমান। হাজারো প্রতিকূলতা, বিপত্তি ও হতাশার মাঝেও আমাদের দৃঢ় পথচলা ও গঠনমূলক কাজ অব্যাহত ছিল। ফলে ছাত্রশিবির তরুণদের মাঝে জাহেলিয়াতের ফিতনায় জর্জরিত সমাজ পরিবর্তনের স্বপ্ন তৈরি করতে সক্ষম হয়েছে। যে স্বপ্ন ইতোমধ্যে ছড়িয়ে গেছে দেশের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝেও। ফলে শত বাধা সত্ত্বেও ছাত্রশিবির আজ লাখো ছাত্রের প্রিয় ঠিকানা।