বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৭

চাঁদপুর পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির মহল্লা কমিটির সম্মেলন

জিয়াউর রহমানের আদর্শ নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে : হাজী মোশারফ হোসাইন

অনলাইন ডেস্ক
জিয়াউর রহমানের আদর্শ নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে : হাজী মোশারফ হোসাইন
পুরাণবাজার পূর্ব জাফরাবাদে চাঁদপুর পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির ৩ ও ৪নং মহল্লা কমিটির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসাইন।

চাঁদপুর পৌরসভার পুরাণবাজার ৩নং ওয়ার্ড বিএনপির ৩ ও ৪ নং মহল্লা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পূর্ব জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও জাফরাবাদ দোকানঘর মিজি বাড়ির সামনে পৃথক আয়োজনে এ দুটি মহল্লা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। সম্মেলনে নারী কর্মী-সমর্থকের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপির সদস্য ও ৩নং ওয়ার্ড বিএনপির সম্মেলন কমিটির প্রধান সমন্বয়ক আলহাজ মোশারফ হোসাইন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদেশের মানুষের স্বপ্ন পূরণে এবং সোনার বাংলাদেশ তৈরি করতে আগামী সাধারণ নির্বাচনের আগেই ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা’ কর্মসূচি দিয়েছে। দলের প্রতিটি নেতা-কর্মীকে সর্বস্তরের মানুষের কাছে তা পৌঁছে দিতে হবে। সেই লক্ষ্যে সারাদেশে বিএনপিকে পাড়া মহল্লা থেকে শুরু করে গ্রামগঞ্জের প্রত্যেক স্থানে সুসংগঠিত করা হচ্ছে। সেই লক্ষ্যে আমরা চাঁদপুরে সবাই মিলে কাজ করবো, মানুষের ভালোবাসা অর্জন করবো। দলের বদনাম হয়, মানুষ সমালোচনা করবে, এমন সব কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে। শহীদ জিয়ার আদর্শ হৃদয়ে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে আগামীর নতুন বাংলাদেশ গড়ার পথে আমরা এগিয়ে যাবো।

তিনি সবার কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্যে এবং নিজের জন্যে দোয়া কামনা করেন।

মোশারফ হাজী বলেন, আমাদের নেতা শহীদ জিয়া যেই রাজনীতি করতেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই রাজনীতি করবো। সাধারণ মানুষের আস্থা এবং ভালোবাসা অর্জনের জন্যে রাজনীতি করবো। আমরা দলের প্রতিটি নেতা-কর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করবো। ছাত্রজীবন থেকে এ পর্যন্ত মানুষের কল্যাণে রাজনীতি করে আসছি। আগামীতেও মানুষের সেবায় আমার সকল কর্মকাণ্ড নিয়োজিত থাকবে।

৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আ সহিদ ঢালী ও ঈশিতা বেগম। উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক প্রবাসী বিষয়ক সম্পাদক মজিবুল হক মজিব, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির লস্কর, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি আ. রহমান মিয়াজি, লোকমান মিজি, মালেক মিজি, সদস্য মোজাম্মেল হোসেন, শুক্কুর মিজি, জাকির হোসেন, মো. হেলাল, বিএনপি নেতা হারুন হাওলাদার, সেলিম হাওলাদার, নাছির খান, ইমরুল ইসলাম লিটন, বাদল পাটোয়ারী, মো. জিল্লুর রহমান, মহিলা দলনেত্রী শাহিনা আক্তার কাজলসহ আরো অনেকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়