রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৩

চাঁদপুর শহর জামায়াতের দায়িত্বশীলদের ওরিয়েন্টেশন

ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় জামায়াত : জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী

ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় জামায়াত : জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী
অনলাইন ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের নিয়ে বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন-২০২৫ সম্পন্ন হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৫) সকালে চাঁদপুর আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজে দারসুল কুরআনের মধ্য দিয়ে এ প্রোগ্রাম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

তিনি বলেন, জামায়াতে ইসলামী কুরআন-সুন্নাহর আদর্শের ভিত্তিতে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের কর্মপ্রচেষ্টা সফল হলে দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত হবে। দেশের সকল শ্রেণির মানুষের অধিকার নিশ্চিত হবে। এ কাজকে সহজতর ও বেগবান করার জন্যে প্রতিটি ঘরে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। ওয়ার্ড, ইউনিট, দায়িত্বশীলগণ ইসলামী আন্দোলনের মূল চালিকাশক্তি। তাই দ্বীন প্রতিষ্ঠার কাজকে ত্বরান্বিত করতে দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণে কার্যকর ও ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, বিগত সময়ে শহীদ নেতৃবৃন্দ, তাদের পরিবার, সকল বিরোধী রাজনৈতিক শক্তিসহ এদেশের অধিকাংশ মানুষই ছিল মজলুম। বিশেষ করে শহীদ নেতৃবৃন্দ ও ছাত্র-জনতা যে লক্ষ্যকে সামনে রেখে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন, সে লক্ষ্য বাস্তবায়নে আল্লাহর ওপর সর্বদা ভরসা করে সকল প্রতিকূলতা ডিঙ্গিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আমাদের সকল কার্যক্রম, কর্মতৎপরতা, কর্মসূচি এবং নিজের অর্থ, মেধা, সময় ও শ্রম সবকিছুই হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে।

চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর সভাপতি অ্যাড. শাহজাহান খানের সভাপতিত্বে এবং সেক্রেটারি শেখ বেলায়েত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, চাঁদপুর-৩ আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য এমপি পদপ্রার্থী অ্যাড. শাহজাহান মিয়া। তিনি অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ে সংগঠন মজবুতিকরণ, বার্ষিক লক্ষ্য বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নেতা-কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা সোহাইল আহমদ চিশতী। আরো উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ খান, কর্মপরিষদ সদস্য মাওলানা তোফাজ্জল হোসেন, অ্যাড. মামুন হোসেন মিয়াজী, মাওলানা নূর মোহাম্মদ খান, ১০নং ওয়ার্ড আমীর গোলাম মাওলা, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হাই লাভলু, মজলিসে শূরা সদস্য ফারুকুল ইসলাম, আবু আবরার, মোল্লা মো. হানিফসহ শহর, ওয়ার্ড ও ইউনিটের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়