শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ২১:০২

ফরিদগঞ্জের টুবগীতে শুক্কুর খান গংয়ের দৌরাত্ম্য

স্টাফ রিপোর্টার

ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা ইউনিয়নের টুবগীতে যুবলীগ নেতা শুক্কুর খান গংয়ের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, শুক্কুর খান গং বিগত ১৭ বছরের ন্যায় এখনো চাঁদাবাজি করাসহ মানুষকে হয়রানি করে আসছে। ৫ আগস্ট সরকার পতনের পর বালিথুবা ইউনিয়নের আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মী এলাকা থেকে গা ঢাকা দিলেও শুক্কুর খান গং এলাকায় পূর্বের ন্যায় চাঁদাবাজি করাসহ নিরীহ মানুষদের হয়রানি করে আসছে।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, শুক্কুর খান গং আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন নিরীহ মানুষের ওপর যেমন অত্যাচার করেছে, চাঁদাবাজি করেছে, এখনো সেসব করে আসছে। যেমন টুবগী এমটিবি ইটভাটার মালিকের নিকট ইট প্রতি ৫০ পয়সা করে চাঁদা দাবি করে। তার দাবিকৃত টাকা না দিলে ইট পোড়ানো বন্ধ করে দিবে বলে হুমকি দেয়।

এ ব্যাপারে ইটভাটার মালিক তাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকার থাকাকালীন শুক্কুর খান গং

চাঁদার টাকার জন্যে আমার ইটভাটায় ইট পোড়ানো বন্ধ করে রাখে এবং বিক্রিত ইটের গাড়ি আটক করে রাখে। এখন আবার সে পূর্বের ন্যায় আমার নিকট চাঁদা দাবি করে আসছে। তার দাবিকৃত চাঁদার টাকা না দিলে ইটের গাড়ি আটক করে রাখবে বলে হুমকি দেয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়