বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   সৌদি প্রবাসীদের অনলাইন প্রতারণা থেকে সতর্ক করলো বাংলাদেশ দূতাবাস
  •   বরিশালে কৃষক দলের হামলায় জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি পণ্ড
  •   শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
  •   গুমের ভয়াবহ চিত্র: তদন্ত কমিশনের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  •   চাঁপাইনবাবগঞ্জে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তা

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ২৩:৪৪

মতলব উত্তরে বিজয় দিবসে বিএনপি নেতা তানভীর হুদার শ্রদ্ধা জ্ঞাপন

মতলব উত্তরে বিজয় দিবসে বিএনপি নেতা তানভীর হুদার শ্রদ্ধা জ্ঞাপন
মাহবুব আলম লাভলু

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠপুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি নিয়ে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মতলব উত্তর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

মতলব উত্তর উপজেলা পরিষদের কমপ্লেক্সে সকাল ৮টার সময় বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সকল অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা বিজয় দিবসের র‌্যালি নিয়ে বিনম্র শ্রদ্ধায় শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। তিনি যদি ঘোষণা না দিতেন তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। আমরা স্বাধীন পতাকা পেতাম না। আমাদের নেতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের স্থপতি। তাঁর ঘোষণায় উজ্জীবিত হয়ে দেশের মানুষ মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছেন। এরপর তিনি রাষ্ট্র ক্ষমতায় এসে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার রূপরেখা বাস্তবায়নে আমরা কাজ করছি। দেশে বিচার বিভাগের সংস্কার করে স্বাধীন বিচার বিভাগ বাস্তবায়ন করতে হবে। গণতন্ত্র ফেরাতে ৩১ দফার মধ্যে সবকিছুই তারেক রহমান উল্লেখ করেছেন।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন খান, বিএনপি নেতা আলাউদ্দিন খান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজ খান, সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মনির মোল্লা, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শাহ আলম ভূঁইয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মো. মহসিন মণ্ডল, জেলা যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নুর মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক আবুল হোসেন কুটুম, উপজেলা তাঁতী দলের সভাপতি আনোয়ার প্রধান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হানিফ, যুবদল নেতা শাহ আলম, সুমন বেপারী, আনিছ বেপারী, সাইফুল বেপারী, আরিফ লস্কর, রোবেল ঢালীসহ বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়