বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   সৌদি প্রবাসীদের অনলাইন প্রতারণা থেকে সতর্ক করলো বাংলাদেশ দূতাবাস
  •   বরিশালে কৃষক দলের হামলায় জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি পণ্ড
  •   শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
  •   গুমের ভয়াবহ চিত্র: তদন্ত কমিশনের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  •   চাঁপাইনবাবগঞ্জে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তা

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ২০:৪৮

সাচারে বিএনপির দু গ্রুপে সংঘর্ষ ॥ আহত ১০ শিক্ষার্থী

সাচারে বিএনপির দু গ্রুপে সংঘর্ষ ॥ আহত ১০ শিক্ষার্থী
সাচার ডিগ্রি কলেজের দুগ্রুপের সংঘর্ষ
অনলাইন ডেস্ক

বিজয় দিবসের আলোচনাকে কেন্দ্র করে কচুয়ার সাচার ডিগ্রি কলেজে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। গত ১৬ ডিসেম্বর কলেজ কর্তৃপক্ষ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মিলন গ্রুপ ও মোশারফ গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। এ সময় দুই পক্ষের মারমুখি তাণ্ডবে ওই কলেজের অন্তত ১০ শিক্ষার্থী আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে সাচার বাজার ডায়মন্ড হাসপাতালে চিকিৎসা দিয়ে দাউদকান্দির গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত শিক্ষার্থীরা হচ্ছেন দ্বাদশ শ্রেণির ছাত্র ইয়াছিন আরাফাত, একাদশ শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার, ইভা আক্তার, রিমা আক্তার প্রমুখ।

কচুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (মোশারফ গ্রুপ) মো. মকবুল হোসেন মিয়াজী মুঠোফোনে বলেন, গত ৩ নভেম্বর কলেজ গভর্নিং বডির কমিটি গঠন করা হয়। পরে ৬ ডিসেম্বর আরেকটি কমিটি গঠনকে কেন্দ্র করে আমরা বিজ্ঞ হাইকোর্টে রীট পিটিশন দাখিল করলে আদালত আগের কমিটি বহাল রেখে ৩ মাসের রুল জারি করেন। আইনজীবী স্বাক্ষরিত ওই কাগজ কলেজ অধ্যক্ষকে দেয়ার পরও তিনি আমলে নেননি। ফলে ১৬ ডিসেম্বরে কলেজে অনুষ্ঠানের আয়োজন করায় এ বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ ঘটনার জন্যে তিনি অধ্যক্ষকে দায়ী করেন ।

সাচার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহসীন কবীর বলেন, কলেজে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ১৬ ডিসেম্বর সকালে বিজয় দিবস উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজন শুরু হলে অনুষ্ঠানের সভাপতি (মিলন গ্রুপ) খায়রুল আবেদীন স্বপন অনুষ্ঠানে যোগদান করলে অপর একটি গ্রুপ বিশৃঙ্খলা শুরু করে। কমিটি পরিবর্তন বিষয়ে বিজ্ঞ আদালতের কোনো কাগজপত্র পেয়েছেন কি না এ প্রসঙ্গে তিনি বলেন, কাগজপত্র পেয়েছি। তবে আমাকে বিবাদী করা হয়নি। এখানে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসিসহ অন্যদের বিবাদী করা হয়েছে। বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখতিয়ার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চিঠি অনুযায়ী এখনো খায়রুল আবেদীন স্বপন কলেজের গভর্নিং বডির সভাপতি বলে তিনি জানান। হট্টগোলের খবর পেয়ে কচুয়া থানার ওসি এম. আব্দুল হালিম, ওসি (তদন্ত) জিয়াউল হকসহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়