প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৬
ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতৃত্বে শাহরাস্তি জুড়ে বিজয় র্যালি
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শাহরাস্তি উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা জুড়ে দিনব্যাপী বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ৯ টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় গাড়ির বহর সহকারে হাজার হাজার নেতা-কর্মীকে সাথে নিয়ে
র্যালিটির নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক। ১৬ ডিসেম্বর সকাল থেকেই নেতা-কর্মী জড়ো হতে থাকে শাহরাস্তি গেইট দোয়াভাংগায়।
সকাল ৯ টায় হাজীগঞ্জ উপজেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শাহরাস্তিতে প্রবেশ করে ইঞ্জিনিয়ার মমিনুল হক। দোয়াভাংগা থেকে র্যালি শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আগামী দিনে স্বপ্নের বাংলাদেশ গড়তে আমরা ১৬ বছর আন্দোলন সংগ্রাম করেছি। নতুন স্বাধীনতা অর্জন হয়েছে ৫ আগস্ট। তার বিনিময়ে আমরা সকল নেতা রাস্তায় বের হয়ে এসেছি। জিয়াউর রহমান ঘোষিত স্বাধীনতার সুফল পৌঁছে দিতে আমরা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি। আশা করি দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে দেশে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা খালেদা জিয়া ও তারেক জিয়ার নেতৃত্বে ড. ইউনুসকে সমর্থন দিয়ে যাবো। তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে আমরা কোনো বৈষম্যমূলক আচরণ করিনি। আজকের উপস্থিতি তা প্রমাণ করছে।
উপজেলা সদর থেকে গাড়ির বহর সহকারে র্যালিটি সন্ধ্যা পর্যন্ত উপজেলার প্রত্যন্ত অঞ্চল প্রদক্ষিণ করে। এ সময় সাধারণ জনগণ বিভিন্ন এলাকায় র্যালিটিকে স্বাগত জানায়। সন্ধ্যায় কালিয়াপাড়াস্থ দলীয় কার্যালয়ে এসে র্যালির সফল সমাপ্তি ঘটে। র্যালিতে অংশ নেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, বিএনপির নেতা আক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ রুপম, যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী ও ছাত্রদলের সভাপতি এবিএম পলাশ। এছাড়াও শাহরাস্তি- হাজীগঞ্জ উপজেলার বিএনপি নেতা-কর্মী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।