বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   সৌদি প্রবাসীদের অনলাইন প্রতারণা থেকে সতর্ক করলো বাংলাদেশ দূতাবাস
  •   বরিশালে কৃষক দলের হামলায় জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি পণ্ড
  •   শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
  •   গুমের ভয়াবহ চিত্র: তদন্ত কমিশনের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  •   চাঁপাইনবাবগঞ্জে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তা

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৫

মতলবে পকেট কমিটি গঠনের প্রতিবাদে বিএনপির সম্মিলিত প্রতিবাদ সভা

মতলবে পকেট কমিটি গঠনের প্রতিবাদে বিএনপির সম্মিলিত প্রতিবাদ সভা
মতলব দক্ষিণে বিভিন্ন ওয়ার্ডের পকেট কমিটি গঠন করার প্রতিবাদে বিএনপির সম্মিলিত প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ।
রেদওয়ান আহমেদ জাকির

বিভাগীয় সাংগঠনিক টিম ও জেলা বিএনপির নির্দেশনা উপেক্ষা করে অগঠনতান্ত্রিকভাবে বিভিন্ন ওয়ার্ডের পকেট কমিটি গঠন করার প্রতিবাদে বিএনপির সম্মলিত প্রতিবাদ সভা সোমবার (১৬ ডিসেম্বর ২০২৪) বিকেল ৩টায় মতলব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধার সভাপতিত্বে ও মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক প্যানেল মেয়র মো. শাহ গিয়াসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও চাঁদপুর-২ আসনের এমপি পদপ্রার্থী এম. এ. শুক্কুর পাটওয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন হিরু, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, সাবেক সহ-সভাপতি কবির হোসেন খান, জেলা বিএনপির সদস্য মোল্লা মো. জাকির হোসেন, বিএনপি নেতা হাজী জাকির হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান, বৃহত্তর মতলব ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও উপজেলা বিএনপির সদস্য ক্রীড়া সংগঠন মেজবাহ উদ্দিন মেজু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. আলাউদ্দিন, নারায়ণপুর ইউনিয়ন বিএনপি নেতা হারুনুর রশিদ পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহমুদ উল্যাহ বাবুল, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন মিয়াজী, মতলব ডিগ্রি কলেজের সাবেক ভিপি জিএম খলিলুর রহমান, নায়েরগাঁও উত্তর বিএনপি নেতা আব্দুল মান্নান সরকার, নারায়ণপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাসেল মজুমদার, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপি নেতা লোকমান হোসেন প্রধান, নায়েরগাঁও উত্তর যুবদল নেতা সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য ইব্রাহিম তালুকদার, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক বজলুর রহমান পাটওয়ারী, উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শামীম হোসেন মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী জামান, জেলা যুবদলের সম্পাদক এমএ আজিজ ঢালী, নারায়ণপুর ইউনিয়ন বিএনপি নেতা মিঞা মো. মামুন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াছ হোসেন মিয়াজী, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম শিপলু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম মিয়াজী, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রেহান উদ্দিন রাজন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম বাবু, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার ফরাজী, মতলব ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. রাজিব সরকার, ছাত্রদল নেতা মো. জুয়েল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোটারিয়ান রেদওয়ান আহমেদ জাকির।

এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়