প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৫:২৭
বাম গণতান্ত্রিক জোটের জাতীয় পতাকা মিছিল ও সমাবেশ
।। বাম গণতান্ত্রিক জোট চাঁদপুর জেলা শাখার আয়োজনে মহান বিজয় দিবসের দিন সকাল ৮ টা ৩০ মিনিটে জাতীয় পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।
|আরো খবর
এ সময় বক্তারা বলেন, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ একটি মীমাংসিত অধ্যায়। ত্রিশ লাখ মানুষের জীবন আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এ দেশ। মুক্তিযুদ্ধের চেতনা ছিলো মূল চার নীতি--গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতা। এ চার মূলনীতিতে নিহিত মানুষের মৌলিক চাহিদা পূরণ, বাক্ স্বাধীনতা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। কিন্তু ৫৩ বছরে এ দেশের মানুষ বিভিন্ন সময়ের শাসকদের দ্বারা প্রতারিত হয়েছে। তাই চার মূলনীতি বাস্তবায়ন হয়নি। সে কারণে ৭১'র ভিশন বাস্তবায়িত হয়নি বলেই ২০২৪ সালে জুলাই অভ্যুত্থান হয়েছে। এখানে রয়েছে মুক্তিযুদ্ধের চেতনা, বৈষম্যবিরোধী চেতনা। ছাত্র-জনতার এ অভ্যুত্থানকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা ঠিক হবে না।
মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী, জেলা বাসদ সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার।