রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ২১:১০

অপপ্রচারে প্রতিবাদে জেলা বিএনপির সংবাদ সম্মেলন

অসৎ উদ্দেশ্য নিয়ে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে : সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম

অনলাইন ডেস্ক
অসৎ উদ্দেশ্য নিয়ে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে : সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম

চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ের জন্যে কেনা ভূমি নিয়ে অপপ্রচার ও মানহানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। শনিবার (৭ ডিসেম্বর ২০২৪) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্তের সভাপ্রধানে এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্লাহ সেলিম। লিখিত বক্তব্য পাঠ করেন সহ-সভাপতি মো. ফেরদৌস আলম বাবু। সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর পৌরসভা থেকে লিজ নেয়া ভূমিতে আমরা দীর্ঘদিন জেলা বিএনপি অফিস করে সেখানে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছিলাম। গত বছর তৎকালীন পৌর মেয়র সড়ক প্রশস্তকরণের জন্য জনস্বার্থে আমাদের অফিস স্থানান্তরের অনুরোধ জানান। তখন থেকে আমরা জেলা কার্যালয়ের জন্যে ভূমি খুঁজছিলাম। পরে আমরা পছন্দ করে এ বছরের ৩ অক্টোবর ৩ শতাংশ জায়গা কিনেছি। কেনার পরে সার্ভেয়ারের মাধ্যমে জমির পরিমাপ করতে গেলে ২৫ পয়েন্ট জমি কম হয়। ভূমি মালিক জানান, পার্শ্ববর্তী দোকানের দখলে সেই অবশিষ্ট জমি রয়েছে। তিনি জমি বুঝিয়ে দেয়ার অঙ্গীকার করেন। পরে অনেক টালবাহানা করেও তিনি আমাদের প্রাপ্য জমি বুঝিয়ে দেননি। এরপর হঠাৎ করে সোস্যাল মিডিয়ায় দেখলাম আহম্মদ হোসেন ওই দোকানের মালিক বলে মানববন্ধন করেছেন। কাজী ইব্রাহিম জুয়েলের ফেসবুক আইডি থেকে এটি আমরা দেখেছি। সন্দেহ নেই, অত্যন্ত হীন ও অসৎ উদ্দেশ্য নিয়ে এ মানববন্ধন হয়েছে। জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ বিএনপির নেতা-কর্মীদের সম্মানহানি করতে এটি করা হয়েছে। তিনি আরও বলেন, জেলা আওয়ামী লীগ সরকারি জমি দখল করে কার্যালয় করেছে। আমরা এমন দল নই। এমন কাজ আমরা করবো না। আমরা নিজস্ব অর্থায়নে ভূমি কিনে অফিস করার উদ্যোগ নিয়েছি। অথচ এটি নিয়ে অপপ্রচার করা হচ্ছে। আমরা কাউকে হুমকি দিইনি, উচ্ছেদ করিনি। আমরা প্রাপ্য জায়গা বুঝে পেতে চাই। বিএনপি থেকে বহিষ্কৃত কাজী ইব্রাহিম জুয়েলের ফেসবুক আইডি থেকে যেটি প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমরা এমন হীন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই। জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ বিএনপির কোনো নেতা-কর্মী এমন কাজে যুক্ত নন। আমরা চাই সত্য প্রচারিত হোক। মানুষ সত্য জানুক। তিনি আহাম্মদ হোসেনকে ৪৮ ঘণ্টার মধ্যে ক্ষমা প্রার্থনা করে অবশিষ্ট ভূমি বুঝিয়ে দেয়ার আহ্বান জানান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কাজী ইব্রাহিম জুয়েলের ফেসবুক আইডি থেকে এটি প্রচার হয়েছে। এতে তার ইন্ধন ও সম্পৃক্ততা থাকলেও থাকতে পারে। লিখিত বক্তব্যে জেলা বিএনপির সহ-সভাপতি মো. ফেরদৌস আলম বাবু বলেন, দলের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে ৩ অক্টোবর ২০২৪ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চাঁদপুর জেলা শাখার নামে ৩ শতক জমি সাফ-কবলা দলিল মূলে কেনা হয়। যার ক্রমিক নং-৬৯৭০। দলিল নং-৬৯৩৭। পরে চাঁদপুর পৌরসভার সার্ভেয়ারের মাধ্যমে সরজমিনে পরিমাপ করে দেখা যায়, আমাদের ক্রয়কৃত সম্পত্তি থেকে প্রায় ২৫ পয়েন্ট জমি কম রয়েছে। ক্রয়কৃত জমি সংলগ্ন ভূমি ও দোকান মালিক আহম্মদ হোসেনের দখলে উক্ত ২৫ পয়েন্ট জমি রয়েছে বলে শনাক্ত করা হয়। পরে উক্ত দোকান মালিককে যৌথ সার্ভেয়ারের মাধ্যমে পরিমাপ করে উভয়পক্ষে জমি বুঝে নেয়ার প্রস্তাব দেয়া হয়। দোকান মালিক আহম্মদ হোসেন তার ভাইদের সাথে আলোচনা করে জমি পরিমাপের তারিখ নির্ধারণ করবেন বলে জানান। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, পরবর্তী সময়ে জমির যৌথ পরিমাপ না করে আহম্মদ হোসেন টালবাহানা শুরু করেন। অন্যায় অপকর্মে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত কাজী ইব্রাহিম জুয়েলের প্ররোচনায় চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সহ-সভাপতি ফেরদৌস আলম বাবুর অর্থাৎ আমার বিরুদ্ধে মানববন্ধন করেন আহম্মদ হোসেন। কাজী ইব্রাহিম জুয়েলের ফেসবুক আইডি থেকে আহম্মদ হোসেনকে হুমকি দেয়ার একটি খণ্ডিত ভিডিও প্রকাশ করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। তিনি বলেন, প্রকাশিত ওই ভিডিও ও মিথ্যা অভিযোগ চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, আমিসহ বিএনপির নেতা-কর্মীদের সম্মান ক্ষুণ্ন করেছে। আমরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আহম্মদ হোসেনকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি করছি। অন্যথায় আমরা দলের পক্ষ থেকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ডিএম শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন প্রমুখ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, প্রভাতী কাগজের সম্পাদক আবদুল আউয়াল রুবেল, চাঁদপুর দর্পণের সম্পাদক শরীফ চৌধুরী, ইনকিলাবের জেলা প্রতিনিধি বিএম হান্নান, দৈনিক শপথের সম্পাদক কাদের পলাশ প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়