রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ২০:২৮

বিষ্ণুপুর কাজীর বাজারে মতবিনিময় সভা

সকল ভেদাভেদ ভুলে দলকে সুসংগঠিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : মোস্তফা খান সফরী

গোলাম মোস্তফা
সকল ভেদাভেদ ভুলে দলকে সুসংগঠিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : মোস্তফা খান সফরী
বিষ্ণুপুর কাজীর বাজারে বিএনপি নেতা-কর্মীদের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় নেতা মোস্তফা খান সফরী।

সাবেক ছাত্রনেতা, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী বলেছেন, দেশের অন্যতম প্রাচীন বৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। এই দলে একটি পদের জন্যে যোগ্যতাসম্পন্ন একাধিক ব্যক্তি থাকবে--এটাই স্বাভাবিক। কিন্তু নিয়ম অনুযায়ী একটি পদে একজন ব্যক্তিকেই থাকতে হবে। এক্ষেত্রে দেশ, জনগণ ও দলের স্বার্থে দলের সিদ্ধান্ত অনুযায়ী যাকে যে পদ দেয়া হয় তাঁকে সেটা মেনেই রাজনীতি করতে হয়। এটাই হচ্ছে নিয়ম বা আইন। তাই ওই একটি পদের জন্যে একাধিক ব্যক্তি নানাভাবে তাঁর যোগ্যতা, অভিজ্ঞতা ও মেধার বহিঃপ্রকাশ ঘটান। সেটাকে বলে প্রতিযোগিতা। অতএব নেতৃত্বের ক্ষেত্রে, জনপ্রতিনিধি পদে নির্বাচনের জন্যে বৃহৎ এই রাজনৈতিক দল বিএনপিতে একাধিক ব্যক্তির প্রতিযোগিতা থাকবে। কিন্তু দল যাকে ভালো মনে করে, যার প্রতি আস্থা বিশ্বাস রেখে দায়িত্ব দেন, তিনি আমাদের নেতা হবেন। অতএব যে বা যিনি দলের প্রতীক ধানের শীষ নিয়ে আসবেন, যাকে দল মনোনয়ন দিবে তাঁকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে দলের স্বার্থে বিজয়ী করতে হবে। তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি ছাত্রজীবন থেকে এ দলের রাজনীতি করে আসছি। সেই থেকে আজ অবধি দলের সিদ্ধান্তকে মেনে নিয়ে রাজনীতি করছি। কে আমার পছন্দের বা কে অপছন্দের সেটি আমার কাছে মুখ্য নয়। আমার কাছে মুখ্য হচ্ছে আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের প্রতীক তারেক রহমান আমাদের নেতা। আমরা সবাই বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মী। এটাই সবচেয়ে বড়ো পরিচয়। তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশ্য বলেন, বিএনপির রাজনীতি করতে গিয়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ৩১টি মামলার এজাহারভুক্ত আসামী হয়ে আমাকে ফেরারী জীবনযাপন করতে হয়েছে। শুধু তাই নয়, পিতার মৃত্যু হয়েছে, কিন্তু আমি তাঁর সন্তান হয়ে পাশে থাকতে পারিনি। তিনি বলেন, এই এলাকায় আমার জন্ম। এই মাটির সাথে আমার নাড়ীর সম্পর্ক। বিগত দিনে রাজনীতির মধ্য দিয়ে সুখে দুঃখে আপনাদের পাশে ছিলাম, আগামীতেও আপনাদের পাশে আছি এবং থাকবো। তিনি এ সময় বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি যারা চাঁদপুর জেলা সদর বিএনপিকে নানাভাবে সহযোগিতা করে দলের অগ্রযাত্রা অক্ষুণ্ণ রাখতে ভূমিকা রেখেছেন, বিশেষ করে বিষ্ণুপুর, কল্যাণপুর ইউনিয়নসহ অত্র অঞ্চলে বিএনপির নেতৃত্ব দিয়ে অগ্রযাত্রা অক্ষুণ্ণ রেখেছেন, এদের মধ্যে যারা বেঁচে নেই এবং যারা অসুস্থ, সকলের জন্যে দোয়া চান। তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি এদেশের গণমানুষের রাজনৈতিক দল।বিগত ফ্যাসিস্ট সরকার দেশী-বিদেশী নানা ষড়যন্ত্রের মধ্য দিয়েও বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখতে পারেনি। কারণ, এদেশের জনগণ বিএনপিকে ভালোবাসে। অতএব আপনারা যারা বিএনপির রাজনীতি করছেন, স্ব স্ব এলাকার সাধারণ জনগণের পাশে থাকবেন। কোনো ধরনের চাঁদাবাজি, ধান্দাবাজি এবং অপকর্ম করা যাবে না। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। তিনি সর্বোপরি দলীয় নেতা-কর্মীদেরকে কোনো গুজবে কান না দিয়ে দলের নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করার জন্যে কাজ করার আহ্বান জানান। মোস্তফা খান সফরী ৭ ডিসেম্বর শনিবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের কাজীর বাজার ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক তাজুল ইসলামের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হাছানাতের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রাফিউস সাহাদাৎ ওয়াসিম পাটোয়ারী, বিএনপি নেতা অ্যাড. এএইচএম আশ্রাফুল ইসলাম, ঢাকা মহানগর বিএনপি নেতা মানিকুর রহমান, বিএনপি নেতা শাহাদাত হোসেন খান, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাকির খান, ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আকাশ খান জিতু, ইউনিয়ন বিএনপির সভাপতি নূরুল ইসলাম হাওলাদার প্রমুখ নেতৃবৃন্দ। সভায় উপস্থিত ছিলেন জেলা জিসাসের সাবেক সভাপতি এমদাদুল হক মিলন, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মোখলেস হাজরা, নজরুল ইসলাম রুবেল, বিএনপি নেতা কাজী রফিকুল ইসলাম পলাশ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কামাল পাটোয়ারী, মতলব ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক নেতা কামাল হোসেন ঝুটন, জেলা যুবদলের নেতা আবু আহমেদ, রাসেল আহমেদ, জেলা ছাত্রদল নেতা সুকুমার রায়, রাসেল আহমেদ জনি, যুবদল নেতা শামীম মজুমদার, শাহীন মোল্লা, মহসীন তপাদার, আহমেদ দর্জী প্রমুখ নেতৃবৃন্দ। মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মো. আলমগীর বকাউল। উল্লেখ্য, মতবিনিময় সভা শুরুর পূর্বে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে মোস্তফা খান সফরীকে আকাশ খান জিতুর নেতৃত্বে নেতা-কর্মীরা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়