রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ২০:১৭

হানারচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের মতবিনিময় সভা

দলের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করলে ধরিয়ে দেবেন : শেখ ফরিদ আহমেদ মানিক

অনলাইন ডেস্ক
দলের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করলে ধরিয়ে দেবেন : শেখ ফরিদ আহমেদ মানিক
হানারচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। ছবি-ইয়াসিন ইকরাম।

চাঁদপুর সদর উপজেলার ১৩নং হানারচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (৭ ডিসেম্বর ২০২৪) বিকেলে হরিণা চৌরাস্তায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি তাঁর বক্তব্যে বলেন, এই এলাকাটি বিএনপি অধ্যুষিত এলাকা। গত ১৫ বছরে এই এলাকার ফ্যাসিবাদী দোসররা বিএনপি নেতৃবৃন্দের ওপর হামলাসহ বাড়িঘর দখল করেছে। জনগণ অপেক্ষা করছে তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবারো প্রধানমন্ত্রী হবেন। তারেক রহমান বীরের বেশে দেশে ফিরবেন। হানারচর ইউনিয়নে যারা সন্ত্রাস করেছে, কাউকে ছাড় দেয়া হবে না। জনগণকে সাথে নিয়ে তাদের বিচার করবো। কারা কারা ভোটকেন্দ্রে আসতে দেয়নি, মা-বোনদের গায়ে হাত দিয়েছে, তাদের বিচার আগে হবে। তিনি আরো বলেন, এই ইউনিয়নে দলের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করলে তাদেরকে ধরিয়ে দেবেন। প্রশাসনকে নিয়ে যাবেন। হানারচরের মাটিতে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদকের জায়গা হবে না । এ এলাকাটি মাদকের ট্রানজিট হিসেবে পরিচিত। মাদক ধরিয়ে দিবেন, প্রশাসনকে জানাবেন এবং আমাদেরকেও জানাবেন। মাদক ধরিয়ে দিলে আপনাদের জন্যে থাকবে পুরস্কার । হানারচর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোক্তার গাজীর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজালাল মিশন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন টেলু বেপারী ও ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা হানিফ মাস্টার, হানারচর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান চৌকিদার, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রওশন শেখ, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেন বেপারী, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মালেক হাওলাদার, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাকিম শেখ, ৮নং ওয়ার্ডের সভাপতি আবুল বাশার মিয়াজী, ৯নং ওয়ার্ডের সভাপতি শহীদুল্লাহ মিজি, সাধারণ সম্পাদক কালু হোসেন মুন্সি প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন সাগর, সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ জাকির হোসেন ফয়সাল, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, চাঁদপুর সদর উপজেলা মহিলা দলের সভাপতি শাহানারা আক্তার শানু, সাধারণ সম্পাদক নাসরিন রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ইমান, গাজী সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারী, থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মান্নান খান কাজলসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়