রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ২২:০২

খেলাফত মজলিস চাঁদপুর জেলার মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক
খেলাফত মজলিস চাঁদপুর জেলার মতবিনিময় সভা
বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলার মতবিনিময় সভায় উপস্থিত সকল উপজেলার দায়িত্বশীলদের দেখা যাচ্ছে।

বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার আয়োজনে সকল উপজেলার দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে শহরের‌ ফয়সাল শপিং কমপ্লেক্সের বৈশাখী রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে চাঁদপুর জেলার ৭টি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাও. লিয়াকত হোসাইন। তিনি বলেন, লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশে আজও গণমানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। বিগত সময় যারাই দেশের রাষ্ট্রক্ষমতায় ছিলো, তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন আর ভোগ বিলাসে ব্যস্ত ছিলো।

তিনি আরো বলেন, এই দেশে শান্তি ও সমৃদ্ধির জন্যে রাষ্ট্রীয়ভাবে খেলাফত ব্যবস্থার বিকল্প নেই। সুতরাং আসুন আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়তে গ্রামে, পাড়ায়, মহল্লায় বাংলাদেশ খেলাফত মজলিসের দুর্গ গড়ে তুলি।

সভায় অন্যান্য বক্তা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস বর্তমান সময়ে দেশের অন্যতম শক্তিশালী এবং জনপ্রিয় রাজনৈতিক দল। ‌চাঁদপুরে আমাদের সংগঠনের জনপ্রিয়তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। জেলার প্রত্যেকটা প্রান্তে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াত পৌঁছে দিতে সকল সদস্যকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সালাম, সহ- সাংগঠনিক সম্পাদক মুফতি নুরে আলম।

সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি মাও. মোশাররফ হোসাইন, সাধারণ সম্পাদক হাফেজ আ. কাদের, মতলব দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নোমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসানাত, মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি মাওলানা শফিউদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা শাহাদত হোসাইন, হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা ফয়সাল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ওয়ালিউল্লাহ, কচুয়া উপজেলা শাখার সভাপতি মুফতি নুরুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহাদাত হোসাইন, শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান।

সভায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা অফিস সম্পাদক হাফেজ ক্বারী রশিদ আহমদ। দরসুল কুরআন পেশ করেন জেলার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোশাররফ হোসাইন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়