প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৯
মতলব উত্তরে জাকের পার্টির দাওয়াতে ইসলামী মাহফিল
বিপ্লবের মাধ্যমে শহীদরা একটি নতুন বাংলাদেশ এনে দিয়েছেন : অতিরিক্ত মহাসচিব মাহবুবুর রহমান হায়দার
জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও অতিরিক্ত মহাসচিব মাহবুবুর রহমান হায়দার বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে শহীদরা একটি নতুন বাংলাদেশ এনে দিয়েছেন। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শুধু তড়িঘড়ি করে নির্বাচন দেওয়া নয়, বরং নির্বাচন ব্যবস্থা, রাজনৈতিক সংস্কৃতি এবং নির্বাচন কমিশনকে শতভাগ সংস্কার করে জনগণের বহুল কাঙ্ক্ষিত একটি নিরপেক্ষ নির্বাচন দেওয়া। ইতোমধ্যেই
নির্বাচন কমিশনকে সংস্কার করার জন্যে জাকের পার্টির পক্ষ থেকে ১৪দফা সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি। এর মধ্যে দুটি প্রস্তাব সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে ই-ভোটিং পদ্ধতিতে নির্বাচন এবং অপরটি হচ্ছে ব্লক চেইন টেকনোলজি পদ্ধতিতে নির্বাচন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মধ্য রাতে মতলব উত্তর উপজেলার পুটিয়ারপার গ্রামে জাকের পার্টির চাঁদপুর উত্তর সাংগঠনিক জেলার আয়োজনে দাওয়াতে ইসলামী মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আপনারা জানেন চিন্ময় দাসকে ইসকন থেকে আরো আগেই বহিষ্কার করা হয়েছে। এরপরও তিনি পতিত ফ্যাসিস্টের দোসর হিসেবে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত বাস্তবায়নের জন্যে নেমেছিলেন। কিন্তু আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আলোকে তাকে আইনের আওতায় নেওয়া হয়েছে। এখন বিচার ব্যবস্থার দায়িত্ব তার বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করার।
ভারতের আগরতলায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে ধর্মীয় উগ্রবাদীদের হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার ঘটনায় তীব্র প্রতিবাদ, উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন মাহবুবুর রহমান হায়দার। এসব ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্যে ভারত সরকারের প্রতিও দাবি জানান তিনি।
চাঁদপুর উত্তর জাকের পার্টির সভাপতি মো. ওবায়েদ মোল্ল্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শুক্কুর আলমের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুফাচ্ছেরে কোরআন মুফতি মাওলানা মাসুম বিল্লাহ।
মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাকের পার্টির সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন সিকদার, মো. মাহফুজুর রহমান সরকার, অর্থ বিষয়ক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, চাঁদপুর উত্তর জাকের পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ তুহিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন, মতলব উত্তর উপজেলা জাকের পার্টির সভাপতি দুলাল হোসেন খান, মতলব দক্ষিণ উপজেলা জাকের পার্টির সভাপতি আ. মতিন গাজী, ছেংগারচর পৌর জাকের পার্টির সভাপতি আকরাম আলী বেপারী প্রমুখ।
মতলবে জাকের পার্টির দাওয়াতে ইসলামী মাহফিলে বক্তব্য রাখছেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও অতিরিক্ত মহাসচিব মাহবুবুর রহমান হায়দার