রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ২৩:৩৪

চাঁদপুরে জেলা নাগরিক ঐক্য কমিটি আলোচনা সভা

দেশ ও জনগণের স্বার্থে নিজেকে বদলে ফেলতে হবে : মাহমুদুর রহমান মান্না

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
দেশ ও জনগণের স্বার্থে নিজেকে বদলে ফেলতে হবে : মাহমুদুর রহমান মান্না

‘কল্যাণ রাষ্ট্রের শপথ নিন, নাগরিক ঐক্যে যোগ দিন’ প্রতিপাদ্যে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে গণতন্ত্র মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার শপথ নিয়ে কাজ করতে চাঁদপুরে বাংলাদেশ নাগরিক ঐক্য কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর (শনিবার) বিকেল ৩টায় চাঁদপুর প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আলোচনা সভার আয়োজন করেন চাঁদপুর জেলা নাগরিক ঐক্য কমিটি।

বাংলাদেশ নাগরিক ঐক্য কমিটির চাঁদপুর জেলা শাখার সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন কাননের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, দেশে একটা বড় ধরনের সম্ভাব্য সংকটের মধ্য দিয়ে আজকে আমরা এখানে। ১৫ বছর ধরে লাগাতারে কষ্ট করেছি আমরা। কী যে একটা পরিবেশ গিয়েছে, তা বলার মতো নয়। আজকে চাঁদপুর এসে যে একটা পরিবেশে দাঁড়িয়ে আছি, তা পেতে অনেক কষ্ট করতে হয়েছে। আমরা দেখেছি বিরোধীরা কীভাবে গুলি করেছে, কীভাবে কাচ দিয়ে হাতের, পায়ের মধ্যে ক্ষত-বিক্ষত করেছে।

তিনি আরো বলেন, সবশেষে দেখেছি, আবু সাঈদ জীবন দিয়েছে, মুগ্ধ জীবন দিয়েছে। শত শত আহত ও শহিদের বিনিময়ে এরপর পেয়েছি একটি নতুন সম্ভাবনার দেশ। আমরা দেখেছি একটা লোককে গুলি করলে আরো ১০টা লোক এসে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যেই দেশে লুট হতো, যেই দেশে পাচার হতো হাজার কোটি টাকা, সেই দেশে না ছিলো কথা বলার অধিকার, না ছিলো স্বাধীনতার অধিকার। আমরা এই বাংলাদেশকে বদলে দিবো। আমাদের মনের মধ্যে দেশ বদলানোর আশা আছে, আমরা বদলাবো। এখনো লড়াই চলছে, চলবেই।

প্রধান অতিথি বাংলাদেশ নাগরিক ঐক্য কমিটির কেন্দ্রীয় সভাপতি মাহমুদুর রহমান মান্না ভারতের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ভারত উস্কানি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আমরা দেখেছি শেখ হাসিনাকে তারা কীভাবে আশ্রয় দিয়ে রেখেছে। কিন্তু সেখানে বসে থেকে তিনি এখনো দেশে ষড়যন্ত্র করায় পাঁয়তারা করছেন। আমরাও বলেছি, ভারত কতো দিন শেখ হাসিনাকে রাখতে পারে সেটাও আমরা দেখবো। আন্তর্জাতিক অঙ্গনে বলা হবে শেখ হাসিনাকে দেশে পাঠাতে। তখন আর মোদির শেখ হাসিনাকে ধরে রাখা কোনোভাবেই সম্ভব নয়।

তিনি বলেন, আমরা আমাদের মতো বড় হতে চাই, আমাদের মতো বিকশিত হতে চাই, আমরা আমেরিকা বলেন, চীন বলেন আর জাপান বলেন, কারো সাথেই গায়ে পড়ে লাগতে যাই না। তবে আমরা দুর্বল না। আমরা নিজেরাই বলীয়ান। আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই।

এ সময় মাহমুদুর রহমান মান্না বলেন, শেখ হাসিনা ভারতে বসেও এই বিজয়ের মাসে মানুষকে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিভিন্ন রকমের কথা বলে। তিনি বুঝেন নাই ৫ আগস্টে তাকে পালিয়ে যেতে হবে। এখন এমন একটা সরকার দরকার, যিনি চোখে চোখ রেখে কথা বলতে পারবে, আমরা এমন একটি সরকার চেয়েছি যে, আন্তর্জাতিক অঙ্গনে আমাদের কথা বলার মতো কোনো বাধা থাকবে না। যার আন্তর্জাতিক অঙ্গনে সুনাম রয়েছে।

তিনি বলেন, আজ দেখেছেন অবস্থা বদলে গেছে, আজ অর্থ-বাণিজ্য করার জন্য বিভিন্ন রাষ্ট্র থেকে অফার আসছে। বিভিন্ন অনুদান আসছে। বাংলাদেশে যারা বাস করছেন, আমরা দেশের মধ্যে সম্প্রতি চাই, শান্তি চাই। আমরা উন্নতি চাই। দেশ গড়তে চাই। চোরের বিচার চাই, ডাকাতের বিচার চাই কিন্তু ভালো লোকের বিরুদ্ধে অন্যায় করা যাবে না।

এছাড়া তিনি বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই সরকার হিসেবে আসবে। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাই আমরা বাংলাদেশের নাগরিক। আমরাই সকলের ভালো-মন্দ দেখবো। আমরা মিলেমিশে থাকবো। এই মিলেমিশে থাকার মাধ্যমে আমাদের মধ্যে ঐক্যবদ্ধ আসবে। আমরা চাইলেই বাংলাদেশ বদলাতে পারি। নিজে থেকে না বদলালে কেউ তাকে বদলে দিতে পারে না। দেশ ও জনগণের স্বার্থে নিজেকে বদলে ফেলতে হবে বলে তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।

এছাড়া নাগরিক ঐক্য কমিটির আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর কাদের, নাগরিক ঐক্যের জেলা কমিটির সভাপতি মো. তাহের মাস্টার, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিমুল্লাহ সেলিম, নাগরিক ঐক্য কমিটির কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী ফিরোজ হাসান রনি, বাংলাদেশ নাগরিক ঐক্য কমিটির কেন্দ্রীয় নেতা নাজমুল হুদা খান, সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, প্রেসিডিয়াম সদস্য মোফাক্ষর ইসলাম, নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় কমিটির সদস্য নিহাম প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ নাগরিক ঐক্য কমিটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার। উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার নাগরিক ঐক্য কমিটির বিভিন্ন প্রান্ত থেকে আগত সদস্য ও অন্য অতিথিগণ। আলোচনা সভায় সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক (রাজ)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়