প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ১৯:২৮
গৃদকালিন্দিয়ায় বিএনপির জনসভায় এমএ হান্নান
তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে ফরিদগঞ্জে ইউনিয়ন পর্যায়ে সমাবেশ হচ্ছে
ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের বার্তা এবং বিএনপি ঘোষিত ৩১ দফার কথা পৌঁছে দিতে ফরিদগঞ্জের প্রতিটি ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায়ে সর্বত্র সভা-সমাবেশ করছি। আরেকটি বড় কারণ হলো, প্রতিটি ওয়ার্ড থেকে আমরা বিএনপিকে চাঙ্গা এবং নেতা-কর্মীদের বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ করার প্রয়াসা চালাচ্ছি। আমার প্রচেষ্টা আজ থেকে শুরু হয়নি। গত তিন দশক ধরে উপজেলার প্রতিটি এলাকায় উন্নয়নের পাশাপাশি বিএনপির আদর্শকে তুলে ধরতে নিরলস কাজ করেছি। আমার কর্মের প্রতি আস্থাশীল হয়ে বিএনপি আমাকে দুবার চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ধানের শীষের প্রতীকে দলীয় মনোনয়ন দিলেও এক কুচক্রী আমার মনোনয়ন ছিনতাই করে নিয়ে গেছে। আপনারা জানেন, বিএনপির কর্মীরা গত ১৭ বছরে মামলা-হামলার শিকার হলেও ওই ব্যক্তি আজ পর্যন্ত একটি মামলার শিকার হয়নি। তার কারণ, তিনি আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলেছেন এবং এখনো চলছেন। আপনারা এই ব্যক্তির বিষয়ে সতর্ক থাকবেন। তিনি ছাড়া বিএনপির দলীয় মনোনয়ন যিনিই পাবেন, আমি কথা দিচ্ছি তার জন্যে কাজ করবো। তবে আপনাকে সুযোগ দিচ্ছি, আপনি যদি বিএনপি করতে চান, তাহলে উপজেলা বিএনপির পতাকাতলে এসে দলের জন্যে কাজ করুন। এরপর জনগণ বিবেচনা করবে।
|আরো খবর
সোমবার (১৮ নভেম্বর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক কাউছার আহমেদ হৃদয়ের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুুছ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, মঞ্জিল হোসেন, আবু জাফর খসরু মোল্লা, আব্দুল খালেক পাটওয়ারী, মহসীন মোল্লা, মাসুদ আলম, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু এবং মহিলা দলের সভাপতি রেবেকা সুলতানা। এছাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুন্নবী বিএসসি, সাধারণ সম্পাদক মাসুদ আলমসহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।