শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ১৫:৪৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম

আমরা রক্তচক্ষুকে ভয় পাই না, জনগণের ভালোবাসায় রাজপথে ছিলাম, আছি ও থাকবো

রেদওয়ান আহমেদ জাকির
আমরা রক্তচক্ষুকে ভয় পাই না, জনগণের ভালোবাসায় রাজপথে ছিলাম, আছি ও থাকবো
মতলবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় বক্তব্য রাখছেন জেলা বিএনপির সদস্য, ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি অধ্যাপক ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম।

চাঁদপুর জেলা বিএনপির সদস্য, ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি, ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেছেন, আমরা আওয়ামী রক্তচক্ষুকে ভয় না পেয়ে জনগণের ভালোবাসায় রাজপথে ছিলাম, আছি ও থাকবো। কেউ আমাদের পিছু হটাতে পারবে না। মতলবে এখন বিএনপির ব্যনাারে ছেয়ে গেছে, ৫ আগস্টের আগে তারা কোথায় ছিলন? ত্যাগী নেতাদের অবশ্যই মূল্যায়ন করা হবে। আওয়ামী লীগের সময়ে মতলব দক্ষিণে বিএনপির অফিস স্থাপন করা হয়েছে। অন্য কেউ মতলবে বিএনপির অফিস করতে সাহস পায়নি। এ অফিস দিয়ে আমরা আওয়ামী লীগের সাথে চ্যালেঞ্জ করেছি। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে বিএনপির এ অফিস ভাংচুর করেছে। তারা মনে করেছে, আমরা দমে যাবো, আমরা (বিএনপি) দমে যাওয়ার পাত্র নই। তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমার সাথে থাকা বিএনপির একনিষ্ঠ কর্মী ফজলে রাব্বী শাহাদাতবরণ করেছেন। মতলবে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন কমিটি ছিলো, কিন্তু কোনো কাজ করতো না। ওই সময়ে তারুণ্যের অহংকার তারেক রহমান আমাকে মতলবের বিএনপিকে সংগঠিত করার দায়িত্ব দেন। গত ৮ নভেম্বর শুক্রবার বিকেলে মতলব দক্ষিণ উপজেলা সদরস্থ টিএন্ডটি সংলগ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সভার প্রথম পর্বে মৎস্যজীবী দলের পরিচিতি সভায় মতলব উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুর রশিদ মাস্টারের সভাপতিত্বে ও মতলব পৌর মৎস্যজীবী দলের সভাপতি আলমগীর হোসেন মোল্লার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ মোস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। সভার দ্বিতীয় পর্বে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় জেলা বিএনপির সহ. মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে ও বৃহত্তর মতলব ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও উপজেলা বিএনপির সদস্য ক্রীড়াবিদ মেজবাহ উদ্দিন মেজুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরে আলম মিয়াজী, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইদ্রিস সরকার মুন্না, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন প্রধান, সাবেক ছাত্রনেতা রাশেদ মামুন ও জয়নাল আবেদীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কবির সরকার, পৌর শ্রমিক দলের সভাপতি মনির হোসেন ফরাজী, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সংগ্রাম হোসেন, মতলব পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ইমাম হোসেন রবিন, যুবনেতা পনির শিকদার, মেহেদী হাসান, আনোয়ার হোসেন, আনিস, রাজীব মৃধা, ইসমাইল হোসেন উজ্জ্বল, সাইদুল, কাজী মোঃ ফয়সাল, শাহাদাত মোল্লা টিপু, বাদশা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম প্রধান, স্বেচ্ছাসেবক নেতা সাদ্দাম, শাকিল, রুহুল আমিন মিন্টু, জহিরুল ইসলাম, কাজী ইব্রাহিম, অন্তর, ছাত্রদল নেতা বিল্লাল হোসেন, আহমেদ মুসা, ফয়সাল রাজা, মোবারক, রোমান, বিপুল, শরীফ হোসেন, মানিক রেজা, রাসেল, যুবনেতা খোরশেদ আলম, রনি প্রধান, মামুন প্রধান, জামাল, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর খাঁন, পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, সাংগঠনিক সম্পাদক লিটন প্রধান প্রমুখ। সভায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়