রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ১৯:২৬

ফরিদগঞ্জ পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তারা

নেতা-কর্মীরা ধানের শীষের প্রার্থী হিসেবে একমাত্র এম এ হান্নানকেই দেখতে চায়

ফরিদগঞ্জ ব্যুরো
নেতা-কর্মীরা ধানের শীষের প্রার্থী হিসেবে একমাত্র এম এ হান্নানকেই দেখতে চায়

ফরিদগঞ্জ ব্যুরো।। 

ফরিদগঞ্জ উপজেলার ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর ) বিকেলে ইউনিয়নের গাজীপুর সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক আহমেদ মিয়াজীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার আহমেদ খন্দকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  আবু জাফর মো. খসরু মোল্লা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,  আমরা তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী এবং প্রকৃত নেতৃত্ব বেছে নিতেই ওয়ার্ড থেকে নেতৃত্ব বাছাই শুরু করেছি। দলের দুর্দিনে যারা দলের এবং কর্মীদের পাশে ছিলেন আমরা অবশ্যই তাদের মূল্যায়ন করবো। কোনো হাইব্রীড নেতার স্থান বিএনপিতে নেই। আমাদের নেতা উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান দলের প্রতিটি নেতা-কর্মীর জন্যে চিন্তা করেন বলেই এই সম্মেলন আয়োজনের নির্দেশ দিয়েছেন। কারণ, দলের নিবেদিতপ্রাণ নেতারা যাতে হারিয়ে না যায়। তাদের উঠে আসার একমাত্র উপায় হলো তৃণমূল। আমরা আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সবক'টি ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন করেছি।

আমাদের প্রতিটি সম্মেলন জনসভায় রূপ নিচ্ছে। প্রতিটি মাঠ কানায় কানায় পূর্ণ হচ্ছে। এর কারণ, মানুষ এখন কথা বলতে পারছে। গত ১৭ বছর তারা আওয়ামী দুঃশাসনের কারণে পারে নি। যেমনটি আমাদের নেতা এম এ হান্নানের দলীয় মনোনয়নের ক্ষেত্রে হয়েছিল। দু বার তিনি ধানের শীষের মনোনয়ন পেলেও তার মনোনয়ন ছিনতাই হয়েছিল। কিন্তু এবার আর সুযোগ নেই। সেরের ওপর সোয়া সের রয়েছে। আমাদের নেতা-কর্মীরা ধানের শীষের প্রার্থী হিসেবে একমাত্র এম এ হান্নানকেই দেখতে চায়। নিশ্চয়ই মহান স্রষ্টা তাদের এই আশা পূরণ করবেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  যুগ্ম আহবায়ক আব্দুল খালেক পাটওয়ারী, নজরুল ইসলাম নজু, মোঃ মাসুদ আলম, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক নেতা  মাহবুব হাসান সুমন, উপজেলা বিএনপির সদস্য লোকমান হোসেন দর্জি ও উপজেলা মহিলা দলের সভাপতি রেবেকা সুলতানা।

এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিলন তপাদার, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক নূরের রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ খান, কাজী ইকবাল হোসেন পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান খাঁন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাসনাত নয়ন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোবারক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত পাটোয়ারী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়