প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ১৬:৩১
জাপা কার্যালয়ের সামনে কয়েকজন নেতাকর্মীর অবস্থান, সতর্ক পুলিশ
দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরসহ নেতাকর্মী নামে হওয়ায় ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল জাতীয় পার্টি।
|আরো খবর
অন্যদিকে তাদের এই সমাবেশ প্রতিহতের ঘোষণা দেয় ফ্যাসিবাদী বিরোধী ছাত্র-শ্রমিক জনতার ঐক্য। উভয়পক্ষের এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ওই এলাকায় সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। যার পরিপ্রেক্ষিতে উভয় পক্ষই তাদের কার্যক্রম স্থগিত করে।
শনিবার (২ নভেম্বর) কাকরাইল জাতীয় পার্টির কার্যালয়ে সামনে গিয়ে দেখা যায়, নিষেধাজ্ঞা কারণে দলীয় কার্যালয়ের দুই পাশে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আর জাপার ১০-১৫ জন নেতাকর্মী তাদের কার্যালয়ে সামনে অবস্থান নিয়েছে। যদিও এসব নেতাকর্মীরা কেউ জাতীয় পার্টির পরিচিত মুখ কিংবা কেন্দ্রীয় নেতা নয়। তবে, সেখানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকারীদের কাউকে দেখা যায়নি।
এদিকে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাস্তার পাশে রাখা হয়েছে পুলিশ জলকামানসহ বিক্ষোভ দমনের বিভিন্ন সরঞ্জামাদি। আর জাপার কার্যালয়ের প্রবেশ মুখে ২ পাশে রাখা হয়েছে পুলিশ অস্থায়ী ব্যারিকেড।
তথ্যসূত্র : দিগন্ত বার্তা