শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ২০:৫৮

স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি জেলা মুক্তিযোদ্ধা সংসদে স্থাপন

স্টাফ রিপোর্টার
স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি জেলা মুক্তিযোদ্ধা সংসদে স্থাপন
চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি স্থাপনের পর বীর মুক্তিযোদ্ধাগণ।

মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধে ১নং সেক্টরের সেক্টর কমান্ডার শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে স্থাপন করা হয়েছে। ২৬ অক্টোবর শনিবার বিকেলে জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের এক মতবিনিময় সভায় সকলের সম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধারা আনুষ্ঠানিকভাবে জিয়াউর রহমানের ছবি দেয়ালে স্থাপন করেন। মতবিনিময় সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নির্বাচিত সাবেক সভাপতি শাহাদাত হোসেন সাবু পাটওয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ, চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ আবুল কালাম চিশতী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার ও জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি শাহজাহান গাজী, বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম তপাদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুছ ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আঃ হাই, বীর মুক্তিযোদ্ধা আঃ বারেক, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোফরান ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা সাত্তার ঢালী, বীর মুক্তিযোদ্ধা সহিদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা জাকির সরদার, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম দুলু মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনসহ অর্ধ শতাধিক মুক্তিযোদ্ধা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়