বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ২১:১৭

হাজীগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় উদ্বোধন

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় উদ্বোধন

দীর্ঘদিন অপেক্ষার পর হাজীগঞ্জের টোরাগড়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়। বুধবার (১৯ নভেম্বর ২০২৫) বিকেলে ফিতা কেটে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।

পৌর ভবনের পশ্চিম পাশে শহীদ মিনারের পাশে উদ্বোধনকৃত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমান প্রমুখ।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্যাহ পাটওয়ারীর সভাপ্রধানে ও বীর মুক্তিযোদ্ধা

মফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব সুলতান আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, আব্দুল মতিন খান, আমির হোসেন প্রধানীয়া, বশির আহমেদ মজুমদার, সৈয়দ আহম্মদ ও আবুল কালামসহ অন্যান্য মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ।

উল্লেখ্য, হাজীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় না থাকায় দীর্ঘদিন ধরে বীর মুক্তিযোদ্ধাদের বসার স্থান ছিলো না। শেষ পর্যন্ত পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সার্বিক সহযোগিতায় পৌরসভার একটি ভবনে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের ব্যবস্থা করা হয়েছে। যা আজ (বুধবার) উদ্বোধন করা হলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়